সিডনি: অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের টেস্ট সিরিজে বারবার শিরোনামে উঠে আসছে আম্পায়ারদের বিভিন্ন সিদ্ধান্ত। তৈরি হচ্ছে বিতর্ক। সিরিজে অস্ট্রেলিয়া দাপট দেখালেও বেশিরভাগ বিতর্কিত সিদ্ধান্তের শিকার হতে হয়েছে অজিদেরই।


সোমবারও বিতর্ক তৈরি হল আম্পায়ার আলিম দার অস্ট্রেলিয়াকে ৫ রান পেনাল্টি করায়। অপরাধ বলতে, তিন ডেলিভারির ব্যবধানে ব্যাটসম্যানরা নাকি দুবার পিচের মাঝখান দিয়ে দৌড়েছেন। নিয়ম হচ্ছে, বোলার বা ব্যাটসম্যান কেউই পিচের মাঝখান দিয়ে দৌড়তে পারবেন না। তাতে পিচের ক্ষতি হতে পারে। সোমবার সিডনিতে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান মার্নাস লাবুশানেকে একবার উইকেটের মধ্যে দিয়ে দৌড়নোর জন্য সতর্ক করেন দার। দুই বল পরে ওয়ার্নারও একইভাবে উইকেটের বিপজ্জনক জায়গা দিয়ে দৌড়েছেন অভিযোগ তুলে ৫ রান পেনাল্টি করেন আম্পায়ার। ওই রান নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের স্কোরের সঙ্গে যুক্ত হয়।

তবে আম্পায়ারের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি ওয়ার্নার। বলে ওঠেন, ‘কী? আমি কী ভুল করলাম? আমি কী করলাম?’ আলিম দার প্রত্যুত্তরে বলেন, ‘পিচের মাঝখান দিয়ে দৌড়েছ।’ সেই কথা শুনে আরও উত্তেজিত হয়ে পড়েন ওয়ার্নার। অন্য আম্পায়ার মারে এরাসমাসের দিকে এগিয়ে গিয়ে বলেন, ‘আপনারা কী চান, আমি শট খেলে লাফিয়ে উল্টো দিক দিয়ে দৌড়ই?’




সেই সময় ধারাভাষ্য করছিলেন কেরি ও’কিফ। তিনি বলে ওঠেন, ‘মনে হয় না শটটা খেলে এর চেয়ে দ্রুত সরতে পারত ওয়ার্নার। পিচের ক্ষতি করার কোনও উদ্দেশ্য ওর ছিল না।’ ওয়ার্নারের পাশে দাঁড়িয়েছেন অ্যাডাম গিলক্রিস্টও। বলেছেন, ‘ডেভিড ওয়ার্নার কিছু ভুল করেনি। আমি নিশ্চিতভাবে জানি ওরা এটা কেন করবে না। ওয়ার্নার খুব দ্রুত পিচের বিপজ্জনক জায়গা থেকে বেরিয়ে গিয়েছিল। আর লাবুশানে বলটা দেখছিল। ও দ্রুত বিপজ্জনক জায়গা থেকে সরে গিয়েছিল।’