মুম্বই: পড়ন্ত আলোয় প্রেমের প্রতিশ্রুতি। সোমবার, সুনীল শেট্টির খাণ্ডালার ফার্মহাউসে সাত পাকে বাঁধা পড়লেন ভারতীয় দলের ক্রিকেটার কে এল রাহুল (K L Rahul) ও অভিনেত্রী আথিয়া শেট্টি (Athiya Shetty)। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে নিয়েছেন কনে আথিয়া শেট্টি। হালকা পিচ রঙের লেহঙ্গা পড়েছিলেন আথিয়া। অন্যদিকে অফ হোয়াইট শেরওয়ানিতে সেজেছিলেন ভারতীয় দলের ব্যাটার রাহুল।                                                                                                                                                         


সোশ্যাল মিডিয়ায় রাহুলকে ট্যাগ করে ছবি শেয়ার করে নিয়েছেন আথিয়া। পড়ন্ত আলো মেখে প্রেমের পরিণতি পেল তাঁদের প্রেম। আথিয়া লিখছেন, 'তোমার আলোয় আমি ভালবাসতে শিখলাম। আজ, আমাদের প্রিয়জনের উপস্থিতিতে, আমাদের বাড়িতে আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হলাম। অসম্ভব আনন্দ আর শান্তি পাচ্ছি। আমাদের হৃদয় ভালবাসা আর কৃতজ্ঞতায় পরিপূর্ণ। আমরা আমাদের আগামী নতুন জীবনের জন্য শুভেচ্ছা চাইছি।'                                                                                                                         


২৩ জানুয়ারি বিশেষ দিন। নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মবার্ষিকী। আর বিয়ের জন্য এই বিশেষ দিনটিই বেছে নিয়েছিলেন রাহুল ও আথিয়া। দুই তারকার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, বিয়ের লগ্ন ২৩ জানুয়ারি বিকেল চারটেয়। সেই সময়ই সাত পাকে বাঁধা পড়লেন রাহুল ও আথিয়া। বিয়ে সম্পন্ন হওয়ার পর সন্ধ্যার দিকে ছবির জন্য ক্যামেরাম্যানদের পোজ দেওয়ার কথা রাহুল ও আথিয়ার। সেই মতোই বিয়ের শেষে হাতে হাত রেখে আলোকচিত্রীদের সামনে আসেন রাহুল আথিয়া। তার আগে অবশ্য ক্যামেরা নিয়ে কড়াকড়ি ছিল। শোনা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠানে যাঁরা আমন্ত্রিত, তাঁদের ক্যামেরা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যা সম্প্রতি সব তারকার বিয়েতেই দেখা যাচ্ছে। 


আরও পড়ুন: Raima Vikram: বাড়িতে একের পর এক খুন, রহস্যের কিনারা করবেন রাইমা-বিক্রম


বিয়ের পরে হাতে হাত রেখে সাংবাদিকদের সামনে আসেন নবদম্পতি। হাসিতে, ভালবাসায় মাখামাখি দুজনেই। নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন সবাই। সোশ্যাল মিডিয়াও উপচে পড়ছে রাহুল আথিয়ার জন্য শুভেচ্ছাবার্তায়।