কিংস্টন: জামাইকা টেস্টের দ্বিতীয় দিন ভারতের ওপেনার লোকেশ রাহুলের আউট ঘিরে বিতর্ক। ওয়েস্ট ইন্ডিজের পেসার শ্যানন গ্যাব্রিয়েলের বলে উইকেট কিপার শেন ডাউরিচের হাতে ধরা পড়েন রাহুল। লেগ স্ট্যাম্পের বাইরের বল ফ্লিক করার চেষ্টা করেছিলেন রাহুল। বলটি তাঁর ব্যাটে লেগেছিল কি না এবং ক্যাচটি ঠিকমতো ধরা হয়েছি কি না, সে বিষয়ে নিশ্চিত হতে পারেননি মাঠে থাকা দুই আম্পায়ার আলিম দার ও ইয়ান গোল্ড। তাঁরা তৃতীয় আম্পায়ার নাইজেল ডুগাইডের সাহায্য চান। রিপ্লে দেখে রাহুলকে আউট দিয়ে দেন তৃতীয় আম্পায়ার।
বিসিসিআই-এর আপত্তি থাকায় এই টেস্টেও ডিআরএস প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে না। ফলে বল রাহুলের ব্যাটে আদৌ লেগেছিল কি না, সেটা রিপ্লে দেখে বোঝা সম্ভব নয়। ক্যারিবিয়ান উইকেটকিপার অবশ্য ক্যাচটি ঠিকমতোই ধরেন। সেক্ষেত্রে বিতর্ক নেই। কিন্তু মাঠের আম্পায়াররা জানতে না চাওয়া সত্ত্বেও কেন তৃতীয় আম্পায়ার বল রাহুলের ব্যাটে লেগেছে কি না সেটা দেখার চেষ্টা করলেন, এটি নিয়েই বিতর্ক তৈরি হয়েছে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
লোকেশ রাহুলের আউট ঘিরে বিতর্ক
Web Desk, ABP Ananda
Updated at:
01 Aug 2016 04:12 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -