কিংস্টন: মুরলী বিজয় চোট না পেলে এই টেস্টে খেলাই হত না লোকেশ রাহুলের। অপ্রত্যাশিতভাবে সুযোগ পেয়েই সেটা কাজে লাগালেন এই তরুণ ওপেনার। বিদেশের মাটিতে তৃতীয় শতরান করে দলকে দারুণ জায়গায় পৌঁছে দিলেন। জামাইকা টেস্টের দ্বিতীয় দিনের শেষে ভারত ৫ উইকেটে ৩৫৮ রান করেছে। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এগিয়ে ১৬২ রানে। খেলার এখনও বাকি তিন দিন। ফলে এই টেস্টেও ভারতের জয়ের সম্ভাবনা উজ্জ্বল।
সাবাইনা পার্কে দ্বিতীয় দিন সকালে শুরুটা অবশ্য সতর্কভাবেই করেছিলেন প্রথম দিনের শেষে অপরাজিত থাকা দুই ব্যাটসম্যান রাহুল ও চেতেশ্বর পূজারা। প্রথম সেশনে ২৬ ওভারে ভারত মাত্র ৫৯ রান করে। দুই ক্যারিবিয়ান পেসার শ্যানন গ্যাব্রিয়েল ও মিগুয়েল কামিন্স ভাল বোলিং করছিলেন। তাঁদের স্পেল শেষ হওয়ার পর বল করতে আসেন রস্টন চেজ ও দেবেন্দ্র বিশু। এই সময় থেকে কিছুটা আক্রমণাত্মক হয়ে ওঠেন রাহুল। মধ্যাহ্নভোজের বিরতির আগেই তিনি শতরান পূরণ করেন।
পূজারা (৪৬) ধৈর্য ধরেই ব্যাটিং করছিলেন। কিন্তু দ্বিতীয় সেশনে রান আউট হয়ে যান। এরপর রাহুল (১৫৮) ফিরে যান। অধিনায়ক বিরাট কোহলি বড় রানের দিকে এগোচ্ছিলেন। তবে ৪৪ রান করেই প্যাভিলিয়নে ফেরেন। এদিনও ৬ নম্বরেই ব্যাট করতে নামেন রবিচন্দ্রন অশ্বিন। তবে অ্যান্টিগার ফর্ম ধরে রাখতে পারেননি। মাত্র তিন রান করেই আউট হয়ে যান। দিনের শেষে ক্রিজে আছেন অজিঙ্ক রাহানে (৪২) ও ঋদ্ধিমান সাহা (১৭)।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
রাহুলের শতরানে দ্বিতীয় টেস্টেও সুবিধাজনক জায়গায় ভারত
Web Desk, ABP Ananda
Updated at:
01 Aug 2016 01:39 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -