বিশাখাপত্তনম: ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় টেস্ট দলে ফিরলেন লোকেশ রাহুল৷


আগামী ১৭ তারিখ থেকে বিশাখাপত্তনমে শুরু হতে চলেছে দ্বিতীয় টেস্ট। এদিন তারই স্কোয়াড ঘোষণা করা হয়। সেখানে ১৬ জনের দলে জায়গা পেয়েছেন রাহুল।


দুরন্ত ফর্মে থাকা এই ব্যাটসম্যান গত নিউজিল্যান্ড সিরিজে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ছিটকে যান সিরিজ থেকে৷ চোট সারিয়ে চলতি রঞ্জি ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে ৮৫ বলে ৭৬ এবং ১৩২ বলে ১০৬ রান করেন রাহুল৷


এরপরই ভারতীয় নির্বাচকেরা কর্ণাটকের এই ওপেনারকে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দলে নেওয়ার সিদ্ধান্ত নেন। বোর্ড সচিব অজয় শির্কে জানান, রাহুলকে দলে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচক কমিটি।


রাহুলের অন্তর্ভুক্তির অর্থ হল, প্রথম টেস্টের দল থেকে বাদ পড়তে চলেছেন ওপেনার গৌতম গম্ভীর। রাজকোটে প্রথম টেস্টে যথাক্রমে ২৯ ও শূন্য রান করেন গম্ভীর।


গম্ভীর যে বাদ পড়তে চলেছেন, তার ইঙ্গিত এদিনই মিলল কোচ অনিল কুম্বলের কথায়। তিনি সাফ জানিয়ে দেন, ওপেনিং করবে বলেই রাহুলকে দলে নেওয়া হয়েছে। ফলত, এর থেকেই পরিষ্কার, দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়ছেন গোতি।