দুবাই: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের পারফরম্যান্স হতাশার রেশ তৈরি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডে। জৈব সুরক্ষা বলয়ে টানা ক্রিকেট খেলার ধকল পারফরম্যান্সে প্রভাব ফেলেছে বলে মনে করছেন প্রাক্তন ক্রিকেটার ও বিশেষজ্ঞদের একাংশ। টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) শেষ হওয়ার পর তাই দলে কিছু বদল আনতে পারে বিসিসিআই।
কীরকম? টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই ভারত সফরে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সংবাদসংস্থা এএনআই'কে বোর্ডের এক কর্তা যা ইঙ্গিত দিয়েছেন, তাতে বিশ্বকাপ পরবর্তী নিউজিল্যান্ড সিরিজে সিনিয়রদের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন কে এল রাহুল ৷ বোর্ডের সংশ্লিষ্ট আধিকারিক বলেছেন, "নিউজিল্য়ান্ড সিরিজে সিনিয়রদের বিশ্রামের প্রয়োজন ৷ আর এটা নিয়ে লুকোচুরির কোনও জায়গা নেই ৷ রাহুল যেহেতু ভারতের টি-টোয়েন্টি পরিকাঠামোর অবিচ্ছেদ্য অংশ তাই ওই দলকে নেতৃত্ব দেওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে বলেই মনে হচ্ছে৷"
টানা জৈব সুরক্ষা বলয়ে রয়েছেন ভারতীয় ক্রিকেটারেরা। আইপিএল খেলেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আইসিসি-র বায়ো বাবলে প্রবেশ করেছেন বিরাট কোহলি-রোহিত শর্মারা। টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্সে তার প্রভাব পড়ছে বলেই মত সকলের। ক্লান্তি এড়াতেই সিনিয়রদের বিশ্রামে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে বোর্ড সূত্রে ৷ উল্লেখ্য, বিশ্বকাপে নিউজিল্যান্ড ম্য়াচের পর যশপ্রীত বুমরা বায়ো বাবলের ক্লান্তি নিয়ে সরব হয়েছিলেন ৷
কোহলির মেয়েকে অনলাইনে হুমকি, দিল্লি পুলিশকে নোটিশ মহিলা কমিশনের, অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতারের দাবি
এদিকে, মঙ্গলবার ইনস্টাগ্রামে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের একটি ম্যাচে তাঁর দুর্দান্ত ব্য়াটিংয়ের ভিডিও পোস্ট করে যুবরাজ লিখেছেন, ‘ঈশ্বরই নিয়তি ঠিক করে দেন। জনগণের দাবি মেনে আমি আশা করি ফেব্রুয়ারিতে মাঠে ফিরতে পারব। এই অনুভূতির মতো অন্য কিছু হয় না। সবার ভালবাসা ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ। এটা আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। আমাদের দলকে সমর্থন করে যান। এটা আমাদের দল। সত্যিকারের সমর্থকরা কঠিন সময়ে সমর্থন করে যাবেন। জয় হিন্দ।’
প্রায় আড়াই বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তারপর টি-২০ লিগে খেলতে দেখা গিয়েছে জাতীয় দলের প্রাক্তন তারকা অলরাউন্ডার যুবরাজ সিংহকে। আগামী বছরের ফেব্রুয়ারিতে তাঁকে ফের মাঠে দেখা যাবে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই এই খবর জানিয়েছেন যুবরাজ।