নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির নয় মাসের কন্যাসন্তানকে অনলাইনে জঘন্য হুমকির খবরের প্রেক্ষাপটে এবার স্বতঃপ্রণোদিত ব্যবস্থা নিল দিল্লির মহিলা কমিশন।  এই ঘটনায় এফআইআরের প্রতিলিপি জমা দিতে দিল্লি পুলিশ কমিশনারকে বলেছে মহিলা কমিশন।  অভিযুক্তকে চিহ্নিত করা এবং তাকে গ্রেফতার সহ আগামী ৮ নভেম্বরের মধ্যে বিস্তারিত অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়ে পাঠিয়েছে মহিলা কমিশন। এ ব্যাপারে দিল্লি পুলিশের কাছে নোটিশ পাঠিয়েছে মহিলা কমিশন। বিরাট কোহলি ও তাঁর পরিবারকে এভাবে অনলাইনে ট্রোলের বিষয়টি অত্যন্ত গুরুতর  বিষয় আখ্যা দিয়ে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে মহিলা কমিশন।


 উল্লেখ্য, চলতি টি ২০ বিশ্বকাপের ম্যাচে  নিউজিল্যান্ডের কাছে হারের পর সোশ্যাল মিডিয়ায় তীব্র আক্রমণের শিকার হতে হয়েছে ভারতীয় ক্রিকেটারদের। কোহলিকেও অনলাইনে ট্রোলের মুখোমুখি হতে হয়েছে। এরইমধ্যে কোহলির মেয়েকে  ন্যক্করজনক হুমকি দেওয়া হয় অনলাইনে। চলতি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে  হারার পর মহম্মদ শামিকে নিশানা করেছিল ট্রোলাররা। তাঁকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে অনলাইনে ট্রোলিং করা হয়।  এই ঘটনায় দলের অন্যতম সেরা পেসারের পাশেই দাঁড়িয়েছিলেন অধিনায়ক। নিউজিল্যান্ড ম্যাচের আগে কোহলি বলেছিলেন, 'আমার কাছে ধর্ম নিয়ে কাউকে আক্রমণ করা সবচেয়ে দুঃখজনক বিষয়। কোনও পরিস্থিতি নিয়ে প্রত্যেকেরই ব্যক্তিগত মত থাকতে পারে। আমি ব্যক্তিগতভাবে কোনওদিন কারও সঙ্গে ধর্ম নিয়ে বিভেদ করার কথা ভাবতেও পারিনি। কারণ প্রত্যেক মানুষের কাছেই এটা খুব ব্যক্তিগত আর পবিত্র বিষয়।'


এরপর অনলাইনে নিশানা করা হয়  কোহলির  ৯ মাসের কন্যাসন্তান ভামিকাকে। সোশ্যাল মিডিয়ায় ভামিকাকে দেওয়া হয় ধর্ষণের হুমকি! যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। বিভিন্ন মহল এর তীব্র নিন্দা করা হয়েছে।  একটি ট্যুইটার হ্যান্ডল থেকে কোহলির মেয়ে ভামিকাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছিল। পরে সেই হ্যান্ডলটি অবশ্য ডিলিট করে দেওয়া হয়।


উল্লেখ্য, যে ট্যুইটার অ্যাকাউন্ট থেকে কোহলির মেয়েকে হুমকি দেওয়া হয়েছিল, সেই অ্যাকাউন্ট হোল্ডারের পরিচয় এখনও যাচাই করা হয়নি। তবে এই ওই হুমকির স্ক্রিনশট সোশাল মিডিয়ায় ঘোরাফেরা করছে।


Inzamam on Kohli: ভারত হারায় বিরাটের মেয়েকে ভয়ঙ্কর হুমকি, পাশে দাঁড়ালেন ইনজামাম