চেন্নাই: চেন্নাইয়ে সিরিজের শেষ টেস্টে ভারত-ইংল্যান্ডের লড়াই জমে গিয়েছে। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৪৭৭ রানের জবাবে ভালই এগোচ্ছে ভারতীয় দল। দুই ওপেনার লোকেশ রাহুল এবং পার্থিব পটেল দলকে ভাল জায়গায় পৌঁছে দিয়েছেন। পার্থিব ৭১ রান করে আউট হয়ে গেলেও, রাহুল শতরান করেছেন। চোট সারিয়ে ফিরে ফের ভাল পারফরম্যান্স দেখাচ্ছেন এই ডান হাতি ব্যাটসম্যান। টেস্টে এটি তাঁর চতুর্থ শতরান। আগের তিনটি শতরানই করেছিলেন বিদেশে। এই প্রথম দেশের মাটিতে শতরান করলেন রাহুল। তিনি এখন ১৬৫ রানে ব্যাট করছেন। রাহুলের সঙ্গে ক্রিজে আছেন করুণ নায়ার (৪৬)। এখন ভারতের রান ৩ উইকেটে ৩১৫।


গতকাল দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ছিল বিনা উইকেটে ৬০। রাহুল ৩০ এবং পার্থিব ২৮ রানে ব্যাট করছিলেন। দলের রান দেড়শো পার করে দেওয়ার পর পার্থিব আউট হন। লাঞ্চে ভারতের রান ছিল ১ উইকেটে ১৭৩। রাহুলের সঙ্গে ব্যাট করছিলেন চেতেশ্বর পূজারা। কিন্তু তিনি বেশিক্ষণ টিকতে পারেননি। লাঞ্চের কিছুক্ষণ পরেই আউট হয়ে যান পূজারা (১৬)। অধিনায়ক বিরাট কোহলিও বড় রান করতে পারলেন না। তিনি মাত্র ১৫ রান করেই ফিরে গেলেন। চা পানের বিরতিতে ভারতের রান ছিল ৩ উইকেটে ২৫৬।

তৃতীয় সেশনেও রাহুল-নায়ার জুটি ভারতকে ভরসা দিচ্ছে। এই জুটির অনেকক্ষণ ক্রিজে থাকা দরকার। এছাড়া গত কয়েকটি ম্যাচের মতো এই ইনিংসেও ভারতের লোয়ার অর্ডারকে ভাল পারফরম্যান্স দেখাতে হবে। তাহলেই ইংল্যান্ডের রানের কাছাকাছি পৌঁছতে পারবে বা টপকে যেতে পারবে ভারত।