নয়াদিল্লি: জাতীয় দলের অধিনায়ক হিসেবে এর আগেও মাঠে নেমেছেন কে এল রাহুল। কিন্তু সেই অভিজ্ঞতা খুব একটা সুখকর একদমই নয়। দক্ষিণ আফ্রিকার (South Africa) মাটিতে টেস্টে সিরিজে রাহুলের নেতৃত্বে হারতে হয়েছে ভারতকে। এরপর চলতি বছরের শুরুতে প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেও রাহুলের নেতৃত্বে হারের সম্মুখিন হতে হয়েছে টিম ইন্ডিয়াকে (Team India)। তিন ম্যাচ খেলে ৩ ম্যাচেই হেরে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। এই পরিস্থিতিতে অনেকেই কে এল রাহুলের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। আইপিএলেও লখনউ সুপারজায়ান্টসের অধিনায়ক ছিলেন কে এল রাহুল।
এবার প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক শন পোলকও কে এল রাহুলের নেতৃত্বে নিয়ে প্রশ্ন তুলেছেন। এক সাক্ষাৎকারে পোলক বলেন, ''আমার মনে হয় কে এল রাহুল একজন সহজাত নেতা নন। সবাই যে নেতৃত্বে দেওয়ার ক্ষমতা রাখেন, তা কখনওই হয় না। তবে আমার মনে হয় ওঁ নিজের মত করে দলটাকে সামলানোর চেষ্টা করেন। নিজে পারফর্ম করে। যখন তুমি নিজে নিজে পারফর্ম করে সামনে থেকে দলকে নেতৃত্বে দেবে, তখন বাকি সব কিছুই সহজ হয়ে যাবে।''
হাতে আর মাত্র ২ দিন। এরপরই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমে পড়বে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। তার আগে চূড়ান্ত প্রস্তুতিতে নেমে পড়ল ভারতীয় ক্রিকেট দল। আইপিএলের (IPL) পর কিছুদিনের ছুটি কাটিয়েছিলেন রাহুল, পন্থ, ভুবনেশ্বররা। এরপর এনসিএতে ফিটনেস টেস্ট দিতে হয়েছিল প্রত্যেককেই। এরপরই অনুশীলনে নেমে পড়লেন সবাই।
কোচ রাহুল দ্রাবিড় ও ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের উপস্থিতিতেই নেটে গা ঘামালেন ঈশান কিষাণ, রুতুরাজ গায়কোয়াড ও দীনেশ কার্তিকরা। রোহিত শর্মা, বিরাট কোহলি ও জসপ্রীত বুমরার মত অনেক তারকা ও অভিজ্ঞ ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে এই সিরিজে। কে এল রাহুল নেতৃত্ব দেবেন দলকে। প্রথম ম্য়াচ জিতলেই ১৩ টি-টোয়েন্টি জয়ের রেকর্ড গড়বে ভারতীয় দল।
আরও পড়ুন: কাতার বিশ্বকাপের মঞ্চে ফিরছে জিদানের কুখ্যাত 'ঢুঁসো'