কলকাতা: গতকাল ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি ২০ সিরিজের প্রথম ম্যাচে রীতিমতো কষ্টার্জিত জয় পেয়েছে ভারত। ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১০৯ রান করে। কুলদীপ যাদবের ঘূর্ণিতে নাজেহাল হতে হয় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের। বোলাররা আঁটোসাঁটো বোলিং করলেও ফিল্ডিং নিয়ে উদ্বেগ থাকছেই অধিনায়ক রোহিত শর্মার। বেশ কয়েকটি ক্ষেত্রে দলকে অস্বস্তিতে ফেলেছেন ফিল্ডাররা। এরমধ্যে কে এল রাহুলের একটা গলতি ভারতীয় দলের সমর্থকদের চোখে ধরা পড়েছে। অনুরাগীরা ট্যুইটারে ওই ফিল্ডিংয়ের জন্য তীব্র কটাক্ষ করেছেন রাহুলকে। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের চতুর্থ ওভারে শাই হোপ খলিল আহমেদের বল ব্যাকফুটে লেগের দিকে ফ্লিক করে একটি রান নেওয়ার চেষ্টা করেন। কিন্তু বল সরাসরি চলে যায় রাহুলের কাছে। এরমধ্যে হোপের সঙ্গে নন স্ট্রাইকার শিমরন হেটেমেয়ারের ভুল বোঝাবুঝি হয়। হোপ প্রথমে রান নেওয়ার চেষ্টা করেন, তারপর মাঝপথে গিয়ে থেমে যান, পরে আবার দৌড় শুরু করেন। এই ভুল বোঝাবুঝির ফলে হেটমেয়েরের সঙ্গে হোপও নন স্ট্রাইকিং প্রান্তে চলে যান। দুই ব্যাটসম্যানই উইকেটের একইপ্রান্তে।এক্ষেত্রে রাহুলের কাজটা ছিল অত্যন্ত সহজ, তা হল উইকেটরক্ষক দীনেশ কার্তিকের হাতে বলটি ছুঁড়ে দেওয়া। কার্তিক উইকেটের পিছনে প্রস্তুত হয়েই দাঁড়িয়ে ছিলেন। কিন্তু রাহুল বলটি এমনভাবে ছুঁড়লেন যে, তা কার্তিকের মাথার ওপর দিয়ে চলে যায়। লাফিয়েও বলের নাগাল পাননি তিনি। সৌভাগ্যবশত কাছেই ছিলেন মণীশ পান্ডে। তিনি বলটি ধরে বেল ফেলে দেন।
বলটি ওভারে দায়সারাভাবে ছোঁড়ার জন্য ভারতীয় দলের অনুরাগীদের একাংশ ট্যুইটারে তীব্র বিদ্রুপ করেছেন রাহুলকে।