গতকাল টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। প্রবল হাওয়ায় একাধিকবার উড়ে যায় বেল। একবার তো এক দর্শকের হাতে থাকা বিচ বলও মাঠে চলে আসে। এভাবে খেলা চালানো সম্ভব নয় দেখে ৩২-তম ওভারে বেল তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন দুই আম্পায়ার কুমার ধর্মসেনা ও মারাইস এরাসমাস।
ক্রিকেটের আইনের ৮.৫ ধারায় বলা আছে, প্রয়োজন হলে আম্পায়াররা উইকেট থেকে বেল তুলে নিতে পারেন। সেক্ষেত্রে দুই প্রান্তের উইকেট থেকেই বেল সরিয়ে নিতে হবে। আবহাওয়ার উন্নতি হলে ফের উইকেটে বেল লাগাতে হবে। গতকাল এই নিয়মই প্রয়োগ করেন আম্পায়াররা।