কলম্বো: ঘনঘন হাঁটুর চোটের সমস্যায় জর্জরিত লাসিথ মালিঙ্গার চলতি আইপিএলে খেলার সম্ভাবনা বাতিল হয়ে গেল। তাঁর দল মুম্বই ইন্ডিয়ানস-এর মেডিকেল টিম তাঁকে পরীক্ষা করে জানিয়ে দিয়েছে, অন্তত চার মাস তিনি চোটের কারণে খেলতে পারবেন না। বা হাঁটুতে আঘাতের জন্য শ্রীলঙ্কা দলের আসন্ন ইংল্যান্ড সফর তো বটেই, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও মালিঙ্গার খেলার সম্ভাবনা রইল না।
শ্রীলঙ্কা ক্রিকেটের মেডিকেল টিমের লোকজন এখন মালিঙ্গার চোট কতটা গুরুতর, তা পরীক্ষা করে অস্ত্রোপচারের প্রয়োজন আছে কিনা, তা জানাবেন।
মুম্বই ইন্ডিয়ানস দলের তরফে মালিঙ্গার আঘাত নিয়ে কিছু জানানো হয়নি। গত নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের শ্রীলঙ্কা সফরের সময় হাঁটুতে চোট পান এই ফাস্ট বোলার। তারপর থেকেই ফিটনেসের সমস্যায় ভুগছেন তিনি।
এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড বলেছে, বুধবার, ২০ এপ্রিল এসএলসি-র বিশেষজ্ঞ ডাক্তারদের টিমের সামনে হাজির হবেন মালিঙ্গা। তাঁর মেডিকেল পরীক্ষা হবে। সেই পরীক্ষার ফলের ভিত্তিতে তাঁকে ম্যাচ ফিটনেস গ্রেডিংয়ের মুখোমুখি হতে হবে। তারপরই এসএলসি পরবর্তী পদক্ষেপ করবে।
এদিকে দেশের ক্রিকেট বোর্ডের সম্মতির অপেক্ষায় না থেকে মালিঙ্গা গত শুক্রবারই আইপিএল খেলতে চলে এসেছেন। গত শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্স-এ যোগ দিয়েছেন। দলের ট্রেনিং সেশনেও সামিল হয়েছেন। এজন্য মালিঙ্গাকে শোকজ নোটিস দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট।
ফেব্রুয়ারিতে টি-২০ এশিয়া কাপ থেকেই শ্রীলঙ্কার নতুন ক্রিকেট বোর্ডের সঙ্গে বিরোধ চলছে মালিঙ্গার। তাঁর ওপর তারা খুশি নয়, এটা পরিষ্কার বুঝিয়ে দিয়ে মালিঙ্গাকে গত মাসে টি-২০ বিশ্বকাপের আগেই শ্রীলঙ্কা ক্রিকেট দলের অধিনায়ক পদ ছাড়তে বলেছিল বোর্ড।
তবে খেলোয়াড় হিসাবে তাঁকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল। যদিও ফিটনেসের সমস্যার প্রসঙ্গ তুলে গুরুত্বপূর্ণ সময়ে নিজেকে দল থেকে সরিয়ে নেন মালিঙ্গাই। প্রতিযোগিতায় শ্রীলঙ্কাকে নামতে হয় দলের বোলিং আক্রমণের মূল শক্তিকে ছাড়াই। প্রথম রাউন্ডেই লজ্জাজনকভাবে হেরে ছিটকে যায় শ্রীলঙ্কা। মালিঙ্গার না থাকাই এর মূল কারণ হিসাবে দেখা হচ্ছে।
মালিঙ্গার ফিটনেসের সমস্যা নিয়ে সন্দিহান ছিলেন শ্রীলঙ্কা ক্রিকেট সিলেকশন কমিটির চেয়ারম্যান অরবিন্দ ডি সিলভা। প্রকাশ্যেই বলেছিলেন, মালিঙ্গার আঘাত কতটা, তা নিয়ে তাঁর সন্দেহ আছে। এও বলেছিলেন, আইপিএল খেলার সময়ই বোঝা যাবে, ওর ফিটনেসের সমস্যা কতটা গুরুতর। তা নিয়ে পাল্টা বোর্ড নেতৃত্বকে তোপ দাগেন মালিঙ্গাও।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
হাঁটুর আঘাত, আইপিএলে খেলতে পারছেন না মালিঙ্গা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Apr 2016 09:27 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -