কলম্বো: এশিয়া কাপের (Asia Cup 2023) সুপার ফোরে গতকাল শ্রীলঙ্কাকে (IND vs SL) হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। ৪১ রানে জয় ছিনিয়ে নিয়েছে টিম রোহিত। তবে ম্যাচ ভারত জিতলেও মন জয় করে নিয়েছেন শ্রীলঙ্কার ২০ বছরের তরুণ অলরাউন্ডার দুনিথ ওয়াল্লালাগে। প্রথমে বল হাতে পাঁচ উইকেট নিয়েছিলেন। এরপর ব্যাট হাতে খারাপ সময়ে দলের পাশে দাঁড়িয়ে লড়াই করেছেন। অপরাজিত থেকেছেন ৪২ রান করে। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন ওয়াল্লালাগে। ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে এসে লঙ্কা অধিনায়কের মুখেও শোনা গেল তাঁর দলের তরুণ সৈনিকের নামে প্রশংসা। 


খেলার পর শনাকা বলেন, ''আমি ভেবেছিলাম যে এটা ব্যাটিং উইকেট হবে। তবে ওয়ালালাগে, ধনঞ্জয় ও আসালাঙ্কা লড়াই করেছে ভাল। বাংলাদেশের বিরুদ্ধে ওয়ালালাগেকে দেখার পর আমি নিশ্চিত ছিলাম যে ভারতের বিরুদ্ধেও ও সাফল্য পাবে। কোহলির উইকেট যখন পেল, তখনই মনে হচ্ছিল যে এটা ওর দিন হতে চলেছে। আরও কয়েকটা উইকেট ও পাবেই।'' উল্লেখ্য, গতকাল ভারতীয় ব্যাটিংয়ের টপ অর্ডারে একাই ভাঙন ধরান এই ২০ বছরের তরুণ। কোহলি, রোহিত, গিল, হার্দিক ও রাহুলের উইকেট তুলে নেন ওয়ালালাগে। 


শনাকা ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ''ভারতীয় দলকে আমি শুভেচ্ছা জানাতে চাই। ওঁদের দলে দুর্দান্ত কিছু ক্রিকেটার রয়েছেন। এছাড়াও অনেক অভিজ্ঞতা সম্পন্ন দল ভারতের। আমাদের জন্য হার্ডলাক। তবে আরও একটা ম্যাচ রয়েছে। সেই ম্যাচেই আমাদের লড়াই দিতে হবে। কুলদীপ অসাধারণ একজন স্পিনার। আমি ইতিবাচক মনোভাব নিয়ে খেলতে চেয়েছিলাম। দলের সতীর্থদেরও ধন্যবাদ জানাতে চাই আমাকে সমর্থন করার জন্য সবসময়।"


এই ম্যাচের আগে টানা ১৩টি ওয়ান ডে ম্যাচ জিতেছিল শ্রীলঙ্কা। ওয়ান ডের ইতিহাসে অস্ট্রেলিয়া বাদে এর থেকে ভাল রেকর্ড আর কারুর নেই। উপরন্তু পাকিস্তান ম্যাচ শেষ হওয়ার পর টিম ইন্ডিয়া বিশ্রাম নেওয়ার জন্য ২৪ ঘণ্টাও সময় পায়নি। তাই শ্রীলঙ্কার বিরুদ্ধে চ্যালেঞ্জটা কঠিন হতে চলেছিল, তা বোঝাই যাচ্ছিল। হলও তাই। প্রথমে ব্যাট করে কাল যেখানে পাকিস্তানের বিরুদ্ধে মাত্র দুই উইকেট হারিয়ে ৩৫০ রানের গণ্ডি পার করেছিল ভারত, সেখানে এদিন লঙ্কান স্পিনারদের দাপটে কোনওক্রমে দু'শোর গণ্ডি পার করে টিম ইন্ডিয়া। শেষ পর্যন্ত ২১৩ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। তবে জবাবে শ্রীলঙ্কার ইনিংসও শেষ হয়ে যায় ১৭২ রানে।