কার্ডিফ: আজ চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে নামছে ভারত। গতকাল প্রথম সেমিফাইনালে আয়োজক ইংল্যান্ডকে বিধ্বস্ত করে এই প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছে পাকিস্তান। এই দুরন্ত জয়ের পর পাক অধিনায়ক সরফরাজ আহমেদ বলেছেন, দল দারুন খেলছে। পেসার হাসান আলিকে তাঁর দলের অন্যতম সেরা হাতিয়ার বলে মন্তব্য করেছেন পাক অধিনায়ক। তিনি বলেছেন, হাসান এভাবে খেললে তা দলের পক্ষে খুবই ভালো। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে অসাধারণ পারফর্ম করেছেন হাসান। ইংরেজ অধিনায়ক ইওন মর্গ্যান, বেন স্টোকস ও বেয়ারস্টোকে আউট করেন তিনি। সেমিফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ হাসান।এখনও পর্যন্ত টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী তিনিই। তাঁর দখলে রয়েছে ১০ উইকেট।


পাকিস্তান ফাইনালে কোন দলের সঙ্গে ফাইনালে খেলতে চাইবে, এই প্রশ্নের জবাবে সরফরাজ বলেছেন, তিনি ভারত ও বাংলাদেশ-উভয় দলকেই শুভেচ্ছা জানাচ্ছেন। দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দল ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে। সরফরাজ জানিয়েছেন, যে কোন দলের সঙ্গে ফাইনালে মোকাবিলার জন্য তৈরি পাকিস্তান।

আজ দ্বিতীয় ফাইনালে বেশিরভাগ ক্রিকেট বিশেষজ্ঞ ভারতকেই ফেভারিট বলে মনে করছেন। কারণ, ধারে ও ভারে বাংলাদেশের তুলনায় অনেক বেশি এগিয়ে ভারত। সেমিফাইনালে ভারত জিতলে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল হবে ভারত-পাক ডার্বি। গ্রুপ লিগের ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছিল ভারত। প্রথম ম্যাচে ওই হারের ধাক্কা সামলে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান।