নিউ ইয়র্ক: একজন ভাল অধিনায়কের মতোই দায়িত্ব ছেড়ে পালিয়ে যান না বিরাট কোহলি। এমনই মনে করছেন প্রাক্তন ক্রিকেটার ও প্রধান নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্ত। সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘বিরাট কোহলির মধ্যে আমরা একজন দারুণ অধিনায়ককে পেয়েছি। তিনি নিজেকে উদাহরণ হিসেবে তুলে ধরেন। তাঁর ভাল দিক হল, দায়িত্ব নেন। তাই ঠান্ডা মাথার ধোনির সঙ্গে কিং কোহলির জুটি ভারতীয় দলকে ফের বিশ্বকাপ জেতাতে পারে।’

এবারের বিশ্বকাপে ভারতীয় দল নিয়ে আশাবাদী শ্রীকান্ত। এ বিষয়ে তিনি বলেছেন, ‘এই দলে উদ্দীপনা, আবেগ ও ধৈর্যের দুর্দান্ত মিশেল রয়েছে। ভারতীয় দলের নিজেদের উপর চাপ তৈরি করা উচিত নয়। নিজেদের উপর বিশ্বাস রেখে খেলা উচিত।’

২০১১ বিশ্বকাপের সময় প্রধান নির্বাচক ছিলেন শ্রীকান্ত। তাঁদের বেছে নেওয়া দল বিশ্বকাপ জিতেছিল। আট বছর পর ফের সেই সাফল্য আসতে পারে বলে মনে করছেন ১৯৮৩ বিশ্বকাপে ভারতীয় দলের ওপেনার। ভারতীয় ক্রিকেটারদের আত্মপ্রত্যয়ের বিষয়ে তিনি বলেছেন, ‘নিজের উপর বিশ্বাসের কথা উঠলে কপিল দেবের কথা মাথায় আসে। আবেগের কথা বললে সচিন তেন্ডুলকরের কথা মনে পড়ে। উদ্দীপনা ও আগ্রাসনের কথা উঠলে বিরাট কোহলির কথা মনে পড়ে। শান্ত ও দৃঢ়প্রতিজ্ঞ মানসিকতার ক্ষেত্রে এম এস ধোনির কথা মাথায় আসে।’