সিডনি: সচিন তেন্ডুলকর, বিনোদ কাম্বলিদের কোচ রমাকান্ত আচরেকরের প্রয়াণে শোকের আঁচ ভারতীয় ক্রিকেট দলেও। প্রয়াত দ্রোণাচার্য কোচকে শ্রদ্ধা জানাতে সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টের প্রথম দিন বিরাট কোহলিরা মাঠে নামলেন কালো আর্মব্যান্ড পরে।
বার্ধক্যজনিত কারণে বুধবার মুম্বইয়ে প্রয়াত হয়েছেন আচরেকর। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। ক্রিকেটার হিসাবে মাত্র একটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন। তবে ক্রিকেটবিশ্ব আচরেকরকে চিনেছে সচিন-গুরু হিুসাবে। তেন্ডুলকর, কাম্বলির পাশাপাশি প্রবীণ আমরে, সমীর দিঘে, বলবিন্দর সিংহ সাঁধুরাও তাঁর কাছে প্রশিক্ষণ নিয়ে পরে জাতীয় দলে জায়গা করে নিয়েছিলেন।


প্রয়াত অস্ট্রেলিয় ক্রিকেটার বিল ওয়াটসনকে শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার সিডনিতে টিম পেনরাও মাঠে নেমেছেন কালো আর্মব্যান্ড পরে। ১৯৫৫ সালে অস্ট্রেলিয়ার হয়ে চারটি টেস্ট ম্যাচ খেলেছিলেন ওয়াটসন। প্রথম শ্রেণির ক্রিকেটে ছটি সেঞ্চুরি-সহ ১৯৫৮ রান করেছিলেন তিনি।