সিডনি:  # সিডনি টেস্টের প্রথম দিনের শেষে ভালো জায়গায় ভারত। প্রথমে ব্যাট করতে নেমে দিনের শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ৩০৩। চেতেশ্বর পূজারা ১৩০ ও হনুমা বিহারি ৩৯ রানে অপরাজিত রয়েছেন।

# চলতি সিরিজে ফের সেঞ্চুরি পূজারার। এই নিয়ে চলতি সিরিজে তৃতীয় সেঞ্চুরি এল তাঁর ব্যাট থেকে। স্টার্কের বলে চার মেরে টেস্টে কেরিয়ারে নিজের ১৮ তম সেঞ্চুরি করেন তিনি। 




# ২২৮ রানে ভারতের চতুর্থ উইকেটের পতন। মিচেল স্টার্কের বলে ১৮ রান করে আউট রাহানে।

মেলবোর্ন টেস্টের পর সিডনি টেস্টেও শতরানের পথে চেতেশ্বর পূজারা। তাঁর ব্যাটে ভর করে বড় রানের আশা করথে ভারত। মায়াঙ্কের পতনের পর পূজারার সঙ্গে জুটি বাঁধেন অধিনায়ক বিরাট কোহলি। চা-পানের বিরতি আগেই হাফসেঞ্চুরি পূর্ণ করে নেন পূজারা। চা-পানের বিরতিতে  ভারতের রান ছিল ২ উইকেটে ১৭৭।




বিরতির পর ধাক্কা খায় ভারত। বিরাট কোহলিকে আউট করেন হ্যাজেলউড। ২৩ রান করে আউট হন তিনি। পূজারার সঙ্গে কোহলির তৃতীয় উইকেট জুটিতে ৫৪ রান যোগ হয়। ১৮০ রানে তৃতীয় উইকেটের পতন হয় ভারতের।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের চতুর্থ টেস্টে প্রথম ইনিংসে শুরুতেই উইকেট হারানোর পর মায়াঙ্ক আগরওয়াল ও চেতেশ্বর পূজারার জুটি ভারতের ইনিংসের শক্ত ভিত গড়ে। কেরিয়ারের প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও অনবদ্য হাফসেঞ্চুরি করলেন মায়াঙ্ক। কিন্তু এদিনও সেঞ্চুরি পূর্ণ করতে পারলেন না তিনি। কেরিয়ারের প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও শতরান হাতছাড়া হল তাঁর। ৭৭ রান করে নাযন লায়নের বলে আউট হয়ে গেলেন তিনি। মায়াঙ্কের ১১২ বলের ইনিংসে ছিল সাতটি চার ও দুটি ছয়। আউট হওয়ার আগে পূজারার সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে ১১৬ রান যোগ করেন তিনি। ১২৬ রানে দ্বিতীয় উইকেট হারায় ভারত।
প্রথম টেস্টের এদিন টসে জিতে ব্যাট করতে নেমে ১০ রানে প্রথম উইকেট হারায় ভারত। ওপেনার কেএল রাহুল ৯ রান করে জশ হ্যাজেলউডের শিকার হন। তারপর থেকে ইনিংসের হাল ধরেন মায়াঙ্ক ও পূজারা। মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ভারতের রান ছিল ১ উইকেটে ৬৯। মায়াঙ্ক ৪২ ও পূজারা ১৬ রানে অপরাজিত ছিলেন।
মধ্যাহ্নভোজের বিরতির পর হাফসেঞ্চুরি পূর্ণ করেন মায়াঙ্ক।



এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ফিটনেস টেস্টে উতরোতে পারেননি অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। সে কারণে প্রথম একাদশে জায়গা পাননি তিনি। ভারতের প্রথম একাদশে দুটি পরিবর্তন হয়েছে। রোহিত শর্মা ও ইশান্ত শর্মার জায়গায় দলে এসেছেন কে এল রাহুল ও কুলদীপ যাদব।
অস্ট্রেলিয়ার দলেও দুটি পরিবর্তন হয়েছে। অ্যারন ফিঞ্চ ও মিচেল মার্শ নেই প্রথম একাদশে। তাঁদের বদলে খেলানো হচ্ছে পিটার হ্যান্ডসকোম্ব ও মার্নাস লাবুশানেকে।
তৃতীয় টেস্টে বাদ পড়ার পর চতুর্থ টেস্টে পাওয়া সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলেন রাহুল। প্রথম চারটি বলের দুটিই তাঁর ব্যাটের কানায় লেগে বাউন্ডারিতে পৌঁছল। শেষপর্যন্ত দ্বিতীয় ওভারে হ্যাজেলউডের বলে স্লিপে ক্যাচ তুলে আউট হলেন তিনি।
ভারত সিরিজে ২-১ এগিয়ে রয়েছে। এই টেস্ট জিততে পারলেই সিরিজ জয়ের হাতছানি ভারতের সামনে।