নয়াদিল্লি: করোনাভাইরাসজনিত সংকটের মোকাবিলায় আর্থিক সাহায্যের ক্ষেত্রে এগিয়ে এসেছেন সেলিব্রিটিরা। ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি ও তাঁর স্ত্রী তথা বলিউড অভিনেত্রীও করোনা ত্রাণ তহবিলে অনুদানের ঘোষণা করেছেন। তবে তাঁরা কত টাকা দান করছেন, তা গোপন রেখেছেন।  ৩১ বছরের কোহলি ট্যুইট করে আর্থিক অনুদানের কথা জানিয়েছেন। তবে দানের অঙ্ক না জানিয়ে অনুরাগীদের মন জয় করে নিয়েছেন কোহলি ও অনুষ্কা।   অনুদানের অঙ্ক না জানানোয় অনুরাগীরা  যেমন খুশি, তেমনই আবার কেউ কেউ দানের পরিমাণ জানার আগ্রহ দেখিয়েছেন।









কোহলি ট্যুইট করে জানিয়েছিলেন যে, অনুষ্কা ও আমি পিএম-কেয়ার্স ফান্ড ও মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল (মহারাষ্ট্র)— সাহায্য প্রদানের অঙ্গীকার করছি। এত মানুষের দুর্ভোগ দেখে আমাদের মন খারাপ হয়ে যাচ্ছে, আশা করছি, আমাদের সহযোগিতা তাঁদের কষ্ট লাঘবে সহায়ক হবে।



করোনা ত্রাণ তহবিলে দান করতে এগিয়ে এসেছেন ক্রিকেটার সহ দেশের ক্রীড়াজগতের তারকারা। ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) ৫১ কোটি টাকা সাহায্যের কথা ঘোষণা করেছে। প্রাক্তন অধিনায়ক তথা বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৫০ লক্ষ টাকার চাল কিনে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন।

প্রাক্তন ব্যাটসম্যান সচিন তেন্ডুলকর ৫০ লক্ষ টাকা দান করেছেন বলে জানা গিয়েছে। যদিও সচিন তাঁর দানের পরিমাণ জানাননি। সূ্ত্র মারফত ওই অঙ্ক জানা গিয়েছে বলে দাবি সংবাদমাধ্যমে। সুরেশ রায়না ৫২ লক্ষ টাকা, আজিঙ্কা রাহানে ১০ লক্ষ টাকা দান করেছেন। ইরফান ও ইউসুফ মাস্ক বিতরণ করে সাহায্যে এগিয়ে এসেছেন।