আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বিদেশে জয়ের ক্ষেত্রে পয়েন্ট দ্বিগুণ করা হোক, প্রস্তাব বিরাটের
Web Desk, ABP Ananda | 09 Oct 2019 08:21 PM (IST)
১৬০ পয়েন্ট নিয়ে ভারতীয় দলই এখন টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে।
পুণে: আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কোনও দল বিদেশের মাটিতে টেস্ট ম্যাচ জিতলে দ্বিগুণ পয়েন্ট দেওয়ার প্রস্তাব দিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তাঁর বক্তব্য, ‘আমাকে যদি পয়েন্ট তালিকার বিষয়ে প্রশ্ন করা হয় তাহলে বলব, আমি বিদেশের মাটিতে টেস্ট ম্যাচ জয়ের ক্ষেত্রে দ্বিগুণ পয়েন্ট দেব। প্রথম পর্যায়ের পর আশা করি সেটা হবে।’ ১৬০ পয়েন্ট নিয়ে ভারতীয় দলই এখন টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে। এখন কোনও দল টেস্ট সিরিজে বিপক্ষকে হোয়াইটওয়াশ করতে পারলে ১২০ পয়েন্ট পায়। দেশে ও দেশের বাইরে দুই বা পাঁচ ম্যাচের সিরিজের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। এই নিয়মেরই বদল চান বিরাট। তিনি বলেছেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু হওয়ার ফলে প্রতিটি ম্যাচেরই গুরুত্ব বেড়ে গিয়েছে। অতীতে তিন ম্যাচের টেস্ট সিরিজ হলে হয়তো কোনও দল ড্রয়ের লক্ষ্যে খেলত। তবে এখন সব দলই অতিরিক্ত পয়েন্ট পাওয়ার জন্য জেতার চেষ্টা করছে। এটা টেস্ট ক্রিকেটের জন্য খুব ভাল। খেলা অনেক বেশি উত্তেজক হয়ে গিয়েছে। আমরা ইতিমধ্যেই সেটা দেখেছি। প্রতিটি সেশনে আমাদের ভাল খেলার চেষ্টা করতে হচ্ছে। ফলে টেস্ট ক্রিকেটের মান বাড়ছে।’