মুম্বই: মহম্মদ শামির প্রশংসায় পঞ্চমুখ দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসি। বিশাখপত্তনম টেস্টের পঞ্চম ইনিংসে শামির বিধ্বংসী ইনিংসই শেষ করে দিয়েছে প্রোটিয়াদের লড়াই। অধিনায়ক ডু প্লেসি তো বটেই কুইন্টন ডি কক, টেম্বা বাভুমার মতো ব্যাটসম্যানরাও তাঁর শিকার হয়েছেন। এঁরা প্রত্যেকেই বোল্ড হয়েছেন। দক্ষিণ আফ্রিকার দশ ও এগারো নম্বর উইকেটও এসেছে শামির ঝুলিতে। সব মিলিয়ে বাংলার দাপুটে বোলারের ৫ উইকেটের দৌলতে ১৯১ রানেই গুটিয়ে যায় প্রোটিয়ারা। ভারত জয়ী হয় ২০৩ রানে। দ্বিতীয় টেস্টের আগে তাই দলের তরুণদের শামিকে দেখে শেখার পরমর্শ দিলেন ফাফ। ঘরোয়া পরিবেশে কীভাবে বল করতে হয়, তরুণদেরকে শামিকে দেখার পরামর্শ দিলেন তিনি।
তাঁর বক্তব্য, “আমি আমাদের এক ইয়ংস্টারকে বললাম, ঘরোয়া পরিবেশে কীভাবে বোলিং করতে হয় তা দেখার সুবর্ণ সুযোগ রয়েছে। ওর (শামি) থেকে শেখো, কীভাবে অ্যাঙ্গেল ব্যবহার করে রিভার্স সুইং করতে হয়।” শামির প্রশংসা করে প্রোটিয়া অধিনায়ক বলেন, শামি মারাত্মক স্পেল করার ক্ষমতা রাখে। গরমের মধ্যে যখন ছোট ছোট স্পেলে বল করতে হয়, তখন সবথেকে বেশি প্রভাব বিস্তার করে সর্বাধিক কার্যকারি হতে হয়, সেটা শামি জানে।
একই সঙ্গে আগামী টেস্টে আরও বেশি পরিকল্পনা করে দল নির্বাচনের কথাও জানিয়েছেন তিনি। ডু প্লেসির বক্তব্য, ২০ উইকেট তুলতে পারে এবং ব্যাটেও রান করতে পারবে এমন ক্রিকেটারকে দলে সামিল করতে হবে। যে ক্রিকেটাররা খেলায় সবথেকে বেশি প্রভাব বিস্তার করতে পারবে দলে তাঁদের সামিল করার পক্ষেই সওয়াল করেন ফাফ। এদিন পিচ নিয়েও নিজের মত জানান তিনি। ২০১৭ সালে ঘূর্ণি পিচ বানিয়ে নাগপুরে ভরাডুবি হয়েছিল ভারতের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে পিচ ভারত বানিয়েছিল, তা যেন এই সিরিজে না বানানো হয়, সেই আশাই করছেন ফাফ। টেস্ট চ্যাম্পিয়নশিপে নারকীয় পিচ বর্জনের পক্ষেই সওয়াল করেছেন ফাফ ডু প্লেসি।