ম্যাঞ্চেস্টার: ‘কিং কোহলি’র মুকুটে নয়া পালক। ২০ হাজার আন্তর্জাতিক রান সম্পন্ন করা বিশ্বের দ্রুততম ব্যাটসম্যান হলেন বিরাট কোহলি। ভেঙে দিলেন দুই কিংবদন্তি -- সচিন তেন্ডুলকর ও ব্রায়ান লারার রেকর্ড। এদিন ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই মাইলস্টোন ছুঁলেন ভারত অধিনায়ক। মাত্র ৪১৭ আন্তর্জাতিক ইনিংসেই গড়লেন এই কীর্তি। এর মধ্যে রয়েছে -- ১৩১ টেস্ট, ২২৪ একদিনের ম্যাচ ও ৬২ টি২০ ম্যাচ। এর ফলে, বিশ্বের দ্বাদশতম ও সচিন ও রাহুল দ্রাবিড়ের পর তৃতীয় ভারতীয় হিসেবে ২০ হাজার আন্তর্জাতিক রান সম্পূর্ণ করলেন বিরাট। বর্তমানে, একদিনের ক্রিকেটে কোহলির সংগ্রহ ১১,১৫৯ রান। এছাড়া টেস্টে ৬,৬১৩ রান এবং টি২০-তে ২২৬৩ রানের সংগ্রহ রয়েছে কোহলির ঝুলিতে। সচিন ও লারা-- দুজনই এই মাইলস্টোন পার করতে নেন ৪৫৩ ইনিংস। তিন নম্বরে প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিং-- যিনি ২০ হাজার রান ছুঁতে নেন ৪৬৮ ইনিংস। সেই নিরিখে, বিশ্বের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ওই মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন কিং কোহলি। এর আগে, গত ১৬ জুন পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে বিশ্বের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ১১,০০০ একদিনের রান সম্পূর্ণ করেন তিনি। চলতি বিশ্বকাপে ভাল ফর্মে রয়েছেন ৩০ বছরের কোহলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অল্প রানে আউট হলেও, অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিরুদ্ধে যথাক্রমে ৮২ ও ৭৭ রান করেন। এরপর আফগানিস্তানের বিরুদ্ধে তিনি ৬৭ রান করেন। আর এদিন ক্যারিবিয়ানদের বিরুদ্ধে করেছেন ৭২। এর পাশাপাশি, এদিন আরও একটি নজির গড়লেন কোহলি। বিশ্বকাপে, তিনি তৃতীয় অধিনায়ক হিসেবে পরপর চারটি ম্যাচে ৫০ বা তার বেশি রান করলেন। কোহলির আগে এই কীর্তি করেছেন দক্ষিণ আফ্রিকার গ্রেম স্মিথ (২০০৭) ও অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ-এর (২০১৯)।
সচিন, লারার রেকর্ড ভেঙে বিশ্বের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ২০ হাজার আন্তর্জাতিক রান সম্পূর্ণ কোহলির
Web Desk, ABP Ananda | 27 Jun 2019 08:43 PM (IST)