লন্ডন: বিশ্বকাপে ভারত ও অস্ট্রেলিয়ার ম্যাচ চলাকালে ভারতীয় দর্শকদের একাংশ বল বিকৃতির ঘটনা নিয়ে অজি খেলোয়াড় স্টিভ স্মিথকে বিদ্রুপ করছিল। ওই ঘটনা একেবারেই পছন্দ হয়নি ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির।তিনি দর্শকদের এমন কাজ থেকে বিরত থাকতে বলেন। কোহলির এই খেলোয়াড়োচিত মনোভাব তারিফ আদায় করে নিয়েছে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ ওয়ার। তিনি বলেছেন, কোহলির এই কাজ অত্যন্ত প্রশংসনীয়।
ওই সময় ব্যাটিং করছিলেন কোহলি। তিনি দর্শকদের এমনটা না করতে বলেন।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচে বল বিকৃতির ঘটনার জেরে নির্বাসনের মেয়াদ শেষে মাঠে ফিরেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্মিথ ও ডেভিড ওয়ার্নার। তারপর থেকে ইংল্যান্ডের বিভিন্ন মাঠে দর্শকের একাংশের বিদ্রুপের মুখে পড়ছেন তাঁরা। গত রবিবার ভারত ও অস্ট্রেলিয়ার ম্যাচেও একই ঘটনার পুনরাবৃত্তি হয়। কিন্তু কোহলি বিদ্রুপ কটাক্ষ বন্ধ করতে বলে বরং দর্শকদের স্মিথকে সমর্থনের আর্জি জানান।
অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক ওয়া বলেছেন, নেতৃত্বর বিভিন্ন দিক রয়েছে। কিন্তু স্টিভ স্মিথের প্রতি কঠোর ব্যবহার থেকে ভারতীয় দর্শকদের বিরত করে কোহলি যে মনোভাব দেখিয়েছেন, তা খুবই উচ্চমানের। তাঁর এই কাজ একটা ঘোরাল পরিস্থিতির অবসান ঘটায়।
ম্যাচের পর সাংবাদিক বৈঠকে ভারতীয় অধিনায়ক বলেন, ওর জন্য খুবই খারাপ লাগছিল। আমি ওকে বলেছি যে, দর্শকদের পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি। কারণ, এর আগেও কয়েকটি ম্যাচে এমনটা ঘটতে দেখেছি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৬ রানে জয় চলতি বিশ্বকাপের পরবর্তী পর্বের জন্য ভারতীয় দলকে প্রচুর আত্মবিশ্বাস যোগাবে বলেও মন্তব্য করেছেন ওয়া।
তিনি বলেছেন, ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ মানেই দুই দলের তীব্র প্রতিদ্বন্দ্বিতা। গত এক বছরে দুটি দল বেশ কয়েকবার একে অপরের মুখোমুখি হয়েছে। এই লড়াই দেখিয়েছে, দুটি দলে সমানে টক্কর চলে। গত রবিবারের ম্যাচে ভারতের ব্যাটিং খুবই সংহত ছিল এবং তারা হিসেব করে খেলেছে ও পরিকল্পনা রূপায়ন করেছে। উইকেট না হারিয়ে ইনিংসের ভিত গড়ার যে পরিকল্পনা ওরা নিয়েছিল, তা যথাযথভাবে পালন করে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
স্মিথকে বিদ্রুপ থেকে বাঁচাতে কোহলি যা করেছেন, তা খুবই প্রশংসনীয়, বললেন স্টিভ ওয়া
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Jun 2019 12:20 PM (IST)
বিশ্বকাপে ভারত ও অস্ট্রেলিয়ার ম্যাচ চলাকালে ভারতীয় দর্শকদের একাংশ বল বিকৃতির ঘটনা নিয়ে অজি খেলোয়াড় স্টিভ স্মিথকে বিদ্রুপ করছিল। ওই ঘটনা একেবারেই পছন্দ হয়নি ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির।তিনি দর্শকদের এমন কাজ থেকে বিরত থাকতে বলেন। কোহলির এই খেলোয়াড়োচিত মনোভাব তারিফ আদায় করে নিয়েছে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ ওয়ার। তিনি বলেছেন, কোহলির এই কাজ অত্যন্ত প্রশংসনীয়।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -