দুবাই: ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে ভারতীয় দল ২-০ এগিয়ে যাওয়ার পর আরও একটি সুখবর। আজ প্রকাশিত আইসিসি র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের মধ্যে তিন নম্বরে আছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। এটাই তাঁর জীবনের সেরা টেস্ট র‌্যাঙ্কিং। টি-২০ ফর্ম্যাটে এক নম্বর ব্যাটসম্যান কোহলি। একদিনের ক্রিকেটে তিনি দ্বিতীয়। এবার টেস্টে জীবনের সেরা র‌্যাঙ্কিং। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের বাকি দুটি টেস্টে নিঃসন্দেহে আরও ভাল পারফরম্যান্স দেখানোর চেষ্টা করবেন ভারতের অধিনায়ক।


এখন টেস্টে এক নম্বর ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। দ্বিতীয় স্থানে আছেন ইংল্যান্ডের জো রুট। প্রথম দশে কোহলি ছাড়া আর একজন ভারতীয়ই আছেন। আট নম্বরে চেতেশ্বর পূজারা।

টেস্টে বোলারদের তালিকায় যথারীতি এক নম্বরে রবিচন্দ্রন অশ্বিন। তিনি অলরাউন্ডারদের তালিকারও শীর্ষে। বোলার ও অলরাউন্ডারদের তালিকার প্রথম দশে অশ্বিন ছাড়া অপর ভারতীয় হলেন রবীন্দ্র জাডেজা। তিনি বোলারদের মধ্যে সাত এবং অলরাউন্ডারদের মধ্যে চার নম্বরে আছেন।