হায়দরাবাদ: প্রথম দিনের মতোই হায়দরাবাদ টেস্টের দ্বিতীয় দিনেও প্রথম থেকে শেষপর্যন্ত ভারতেরই দাপট দেখা গেল। গতকালের ৩ উইকেটে ৩৫৬ রান নিয়ে খেলা শুরু করে আজ ৬ উইকেটে ৬৮৭ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারত। পরপর চারটি সিরিজে দ্বিশতরান করে রেকর্ড গড়লেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি (২০৪)। অপরাজিত শতরান করলেন ঋদ্ধিমান সাহাও (১০৬)। তাঁদের দাপটেই বিশাল রান করল ভারত। দিনের শেষে বাংলাদেশের রান এক উইকেটে ৪১। সৌম্য সরকারকে (১৫) আউট করেছেন উমেশ যাদব। দিনের শেষে ক্রিজে তামিম ইকবাল (২৪) ও মোমিনুল হক (১)।
অজিঙ্ক রাহানের সঙ্গে জুটি বেঁধে ২২২ রান যোগ করেন বিরাট। এরপর ঋদ্ধিমান-রবিচন্দ্রন অশ্বিন জুটিতেও বড় রান ওঠে। তাঁরা যোগ করেন ৭৪ রান। অশ্বিন (৩৪) ফিরে যাওয়ার পর রবীন্দ্র জাডেজার (৬০) সঙ্গে অপরাজিত জুটিতে ১১৮ রান যোগ করেন ঋদ্ধিমান।
বিরাট গত কয়েকটি সিরিজে যেভাবে ব্যাট করেছেন, গতকাল এবং আজও সেভাবেই ব্যাটিং করেছেন। বাংলাদেশের কোনও বোলারই তাঁকে চাপে ফেলতে পারেননি। এদিন দ্বিশতরান করে রাহুল দ্রাবিড় ও ডন ব্র্যাডম্যানকে টপকে গেলেন বিরাট। দ্রাবিড় ও ব্র্যাডম্যান টানা তিনটি সিরিজে দ্বিশতরান করেছিলেন। তাঁদের ছাপিয়ে গেলেন ভারতের অধিনায়ক।
ঋদ্ধিমান সদ্য ইরানি কাপে দ্বিশতরান করেছেন। সেই আত্মবিশ্বাসের ছাপ দেখা গেল তাঁর ব্যাটিংয়ে। শতরান করার ফাঁকে অবশ্য ভাগ্যের সহায়তাও পেয়েছেন বাংলার এই উইকেটকিপার-ব্যাটসম্যান। ইনিংসের শুরুতেই একবার স্ট্যাম্প আউট হওয়া থেকে বেঁচে যান তিনি। পরে এলবিডব্লুর জোরাল আবেদন প্রথমে মাঠের আম্পায়ার এবং পরে ডিআরএস-এ খারিজ হয়ে যায়। দু বার আউট হওয়ার হাত থেকে বেঁচে যাওয়ার সুযোগ কাজে লাগিয়ে ফের টেস্টে শতরান করলেন ঋদ্ধিমান।
বিরাটের রেকর্ড দ্বিশতরান, ঋদ্ধিমানের শতরান, রানের পাহাড়ে ভারত
Web Desk, ABP Ananda
Updated at:
10 Feb 2017 04:44 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -