দুবাই: আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ের প্রথম স্থান ধরে রাখলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টে ১৩৬ রানের ইনিংসের দৌলতে র‌্যাঙ্কিংয়ে নিজের স্থান আরও পোক্ত করলেন কোহলি। পৌঁছে গেলেন নিজেরই সেরা রেটি পয়েন্ট ৯৩৭-এর দোরগোড়ায়। সাউদাম্পটনে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের পর কোহলি সর্বোচ্চ রেটিং পেয়েছিলেন।

আইসিসি র‌্যাঙ্কিংয়ের বোলারদের তালিকায় ১৬ ধাপ পেরিয়ে ৫২ তম স্থানে উঠে এলেন কুলদীপ যাদব। রাজকোট টেস্টে দ্বিতীয় ইনিংসে ৫৭ রানে পাঁচ উইকেট সহ মোট ছয় উইকেট নিয়ে র‌্যাঙ্কিংয়ে একধাক্কায় অনেকটাই এগোলেন এই ভারতীয় স্পিনার।

ওই টেস্টে সেঞ্চুরি করে রবীন্দ্র জাডেজাও র‌্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে উঠে এসেছেন ৫১ তম স্থানে। ওই ম্যাচে চার উইকেট নিয়ে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়েও শাকিবের আস হাসানের সঙ্গে ব্যবধান অনেকটাই কমালেন তিনি।

ভারতের তরুণ ব্যাটসম্যান পৃথ্বী শ অভিষেক ম্যাচে সেঞ্চুরির সৌজন্য ঢুকে পড়েছেন ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে। তাঁর স্থান ৭৩ তম। অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক ম্যাচে দুবাইতে ৬২ ও ৪৯ রানের ইনিংস খেলে ৭২ তম স্থানে অ্যারন ফিঞ্চ।

অস্ট্রেলিয়ার উসমান খোয়াওয়াজা প্রথম দশে উঠে এলেন।