দুবাই: আইসিসি-র ওয়ান ডে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থান ধরে রাখলেন বিরাট কোহলি।
শুক্রবার প্রকাশিত সর্বশেষ একদিনের র্যাঙ্কিংয়ে ৮৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন ভারত অধিনায়ক। ১২ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় রয়েছেন অস্ট্রেলীয় ডেভিড ওয়ার্নার। আগামী রবিবার থেকে ডাম্বুলায় শ্রীলঙ্কার বিরুদ্ধে শুরু হচ্ছে একদিনের সিরিজ। সেখানে এই ব্যবধানকে আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ রয়েছে কোহলির কাছে।
কোহলির পাশাপাশি সেরা পনেরো জনের তালিকায় রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি (১২), শিখর ধবন (১৩) এবং সহ-অধিনায়ক রোহিত শর্মা(১৪)। তবে, কোনও ভারতীয় বোলার সেরা দশে জায়না পাননি। ভারতীয়দের মধ্যে সবচেয়ে সেরা র্যাঙ্কিং পেয়েছেন ভূবনেশ্বর কুমার (১৩)।
দলগত বিভাগে ভারত বর্তমানে তিন নম্বরে রয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন সিরিজ টিম ইন্ডিয়া ৪-১ ব্যবধানে জিতলে তারা ওই জায়গা ধরে রাখতে পারবে। কারণ, ফল যদি ভারতের অনুকূলে ৩-২ হয়, তাহলেও তারা দশমিক ভগ্নাংশের বিচারে ইংল্যান্ডের থেকে পিছিয়ে চার নম্বরে চলে যাবে।
অন্যদিকে, ভারতকে হারিয়ে ২০১৯ সালের বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জন করতে চাইছে শ্রীলঙ্কা। এই ক্ষেত্রে কাট-অফ ডেট হল ৩০ সেপ্টেম্বর।