বেজিং: ডোকালাম ইস্যুতে ভারতকে সমর্থন করায় জাপানকে 'বড়দাসুলভ' ধমক চিনের। বেজিংয়ে চিনা মুখপাত্র স্পষ্ট জাপানকে উদ্দেশ্য করে বলেছেন, তারা নয়াদিল্লিকে সমর্থন করতে চাইলেও বর্তমান ভারত-চিন সীমান্ত সমস্যার ব্যাপারে 'আলটপকা' মন্তব্য করা থেকে যেন বিরত থাকে!


জাপানের দূত কেনজি হিরামাতসু ডোকালাম ইস্যুতে ভারতের পাশে দাঁড়িয়ে এলাকাটি বিতর্কিত, কেন নয়াদিল্লি বিতর্কে জড়িয়েছে, টোকিও সেটা বোঝে বলে মন্তব্য করতেই চটেছে বেজিং।

জাপানি দূত ভারত-চিন সীমান্তে সিকিমের ডোকালামকে বিতর্কিত আখ্যা দিয়ে চিনকে নিশানা করে এও বলেছেন, বলপ্রয়োগ করে ওখানকার স্থিতাবস্থা, চরিত্র বদলানো উচিত নয় কোনও দেশেরই।

চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র হুয়া চ্যুনিংয়ের প্রতিক্রিয়া, ভারতে জাপানি রাষ্ট্রদূত যে ভারতকে সত্যিই সমর্থন করেছেন, দেখেছি। আমি শুধু তাঁকে প্রাসঙ্গিক তথ্য, নথি খতিয়ে না দেখে যা খুশি বলা থেকে বিরত থাকতে বলছি। ডোকালাম এলাকায় এলাকাগত কোনও বিতর্কই নেই। ওখানকার সীমান্ত নির্ধারিত হয়েই আছে, দু পক্ষই তা মেনে নিয়েছে। বেআইনি ভাবে সীমানা পেরিয়ে স্থিতাবস্থা ভাঙার চেষ্টা চিন নয়, ভারতই করেছে।

প্রসঙ্গত, জাপানই প্রথম দেশ যারা ডোকালাম বিতর্কে প্রকাশ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করে ভারতকে সমর্থন জানিয়েছে।

এদিনও ফের চিনা মুখপাত্রটি ডোকালাম থেকে ভারতকে সেনা সরাতে বলেছেন। জুন থেকে সেখানে মুখোমুখি দাঁড়িয়েছে চিন ও ভারতের সেনাবাহিনী।

চ্যুনিংয়ের বক্তব্য, সঙ্কট কাটাতে যে কোনও অর্থবহ আলোচনার পূর্ব শর্তই হল, নিঃশর্তে আগে ভারতকে ডোকালাম থেকে সেনা সরাতে হবে।