নেপিয়ার: নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচ ৮ উইকেটে জিতেছে ভারত। স্বাভাবিকভাবেই ফুরফুরে মেজাজে রয়েছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। সিরিজের দ্বিতীয় ম্যাচ শনিবার মাউন্ট মাউনগানুইয়ের বে ওভালে। সেখানে পাড়ি দেওয়ার পথে সমুদ্রের মনকাড়া সৌন্দর্যে মোহিত ভারতীয় দলের ক্রিকেটাররা। টাউরাঙ্গার পথে কুলদীপ যাদব সহ ভারতীয় দলের বেশ কয়েকজন ছবি তুললেন।ঘন নীল সমুদ্রকে পিছনে রেখে সহ খেলোয়াড়দের সঙ্গে তোলা কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন স্পিনার কুলদীপ যাদব।ছবিগুলিতে ক্রিকেটারদের বেশ মজা করতে দেখা গিয়েছে। এছাড়াও অধিনায়ক বিরাট কোহলিও ইনস্টাগ্রামে তাঁর স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। নিউজিল্যান্ড সফরে কোহলির সঙ্গে রয়েছেন অনুষ্কা। [gallery ids="551313"] এছাড়াও তাঁর নিজের একটি ছবিও পোস্ট করেছেন কোহলি। ভারতীয় দলের তারকা ওপেনার শিখর ধবনও ট্যুইটারে তাঁর মেয়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে কোহলির পর দ্বিতীয় ভারতীয় হিসেবে একদিনের ক্রিকেটে দ্রুততম ৫০০০ রান করলেন।