মুম্বই: ক্রিকেট বনাম বলিউড। চ্যারিটি ফুটবল ম্যাচ। বিরাট কোহলি, মহেন্দ্র সিংহ ধোনিরা খেলবেন বলিউড তারকাদের সঙ্গে। বিরাট কোহলি ফাউন্ডেশন এজন্য হাত মিলিয়েছে অভিষেক বচ্চনের ‘প্লেয়িং ফর হিউম্যানিটি’-সংস্থার সঙ্গে। কোহলি ফাউন্ডেশনের নানা সমাজসেবামূলক কাজকর্মের জন্য অর্থ সংগ্রহই এর উদ্দেশ্য বলে জানা গিয়েছে।
শনিবার ৪ জুন আন্ধেরি স্পোর্টস কমপ্লেক্সের মুম্বই ফুটবল অ্যারেনায় ‘সেলেব্রিটি ক্লাসিকো, ২০১৬’ নামাঙ্কিত ম্যাচটি হবে।
একদিকে বিরাট নেতৃত্ব দেবেন অল হার্ট ফুটবল ক্লাবের। এটি কোহলি ফাউন্ডেশনের অন্তর্গত সংস্থা। অভিষেক হবেন অল স্টারস ফুটবল ক্লাবের ক্যাপ্টেন।
কোহলি, ধোনি বাদেও ম্যাচে খেলতে দেখা যাবে জাহির খান, হরভজন সিংহ, যুবরাজ সিংহ, অজিঙ্কা রাহানে, আর অশ্বিনের মতো ক্রিকেটারদের। তারকাদের শিবিরের হয়ে মাঠে নামতে পারেন রণবীর কপূর, অর্জুন কপূর, আদিত্য রায় কপূর। পরিচালক সুজিত সরকারও মাঠে নামবেন।
শনিবার চ্যারিটি ফুটবল ম্যাচে ধোনি-কোহলি বনাম বলিউড
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Jun 2016 01:33 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -