২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত ভারতীয় দলের টিম ডিরেক্টর হিসেবে কাজ করছেন শাস্ত্রী। তাঁর সঙ্গে বিরাটের সম্পর্ক অত্যন্ত মধুর। অন্যদিকে, অধিনায়কের সঙ্গে মতান্তরের জেরেই পদত্যাগ করতে হয়েছে অনিল কুম্বলেকে। শাস্ত্রীর সেই সমস্যা নেই। অধিনায়কের সঙ্গে দারুণ সম্পর্ক হওয়ার পাশাপাশি তিন পছন্দের বোলিং কোচ ভরত অরুণকেও পেয়েছেন। ফলে ভারতীয় দলে কোচ-অধিনায়কের সম্পর্ক নিয়ে আর কোনও জটিলতা দেখা যাবে না বলেই মনে করছে ক্রিকেট মহল।
শ্রীলঙ্কায় তিনটি টেস্ট, পাঁচটি একদিনের ম্যাচ এবং একটি টি-২০ ম্যাচ খেলবে ভারত। বিরাটের দাবি, তিনি বাড়তি চাপ অনুভব করছেন না। অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। খেলোয়াড়দের সঙ্গে সাপোর্ট স্টাফদের সম্পর্কের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, বোঝাপড়া এবং যোগাযোগই আসল। এটা শুধু ক্রিকেট নয়, সব সম্পর্কের ক্ষেত্রেই এটা প্রযোজ্য।