ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে চলতি টি ২০ সিরিজে বিশ্রাম পেয়েছেন। গত ৫ নভেম্বর ৩০ হয়েছে তাঁর। জন্মদিনের শুভ দিনটিতেই নিজের অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিরাট। সেই উপলক্ষ্যে প্রকাশ করা কয়েকটি ভিডিও-র একটিতে রয়েছে, ট্যুইটার ও সোস্যাল মিডিয়ায় তাঁর সম্পর্কে কিছু মন্তব্যে খুশি হতে না পেরে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। যেমন ইনস্টাগ্রামে একজন বিরাট সম্পর্কে মন্তব্য করেন, প্রাপ্যের চেয়ে বেশি গুরুত্ব পাওয়া ব্যাটসম্যান। ব্যক্তিগত ভাবে ওর ব্যাটিংয়ে আলাদা, বিশেষ কিছুই দেখতে পাইনি। এমন ভারতীয়দের চেয়ে আমায় বেশি আনন্দ দেয় ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের খেলা।
বিরাট জবাবে বলেন, ঠিক আছে। তাহলে আমারও মনে হয়, আপনার ভারতে থাকা উচিত নয়, অন্য কোথাও চলে যান, সেখানেই না হয় থাকুন। কেন আমাদের দেশে থেকে অন্য দেশের প্রতি প্রেম? আপনি আমায় পছন্দ না করলে কিচ্ছু এসে যায় না আমার। কিন্তু আমার মনে হয় না, আপনার আমাদের দেশে থেকে অন্যদের পছন্দ করা উচিত। আপনি কোনটা চান, ঠিক করে নিন।
বিরূপ প্রতিক্রিয়া হয় এতে। কেউ কেউ ট্যুইট করেন, তবে কি বিরাট দেশে যাঁরা তাঁর ফ্যান নন, তাঁদের ওপর শর্ত চাপাচ্ছেন?
বিরাটকে সম্প্রতি ক্রিকেট দুনিয়ার নতুন নেতা বলেছেন প্রাক্তন বিশ্ব তারকা ব্রায়ান লারা। গোটা বছর দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন বিরাট। ইংল্যান্ড সফরে বিশেষ করে ৫০০-র বেশি রান করেছেন, যেখানে দলের অন্যদের কপালে ব্যর্থতা জুটেছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজেও ঝলসেছে বিরাটের ব্যাট। ৫০ ওভারের ফর্ম্যাটে সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে সবচেয়ে দ্রুত ১০ হাজার রানের মাইলস্টোন ছুঁয়েছেন তিনি।