লখনউ: দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭১ রানে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই চলতি টি ২০ সিরিজ জিতে নিয়েছে ভারত। প্রথমে ব্যাট করতে নেমে ভারত ২ উইকেটে ১৯৫ রান তোলে। জবাবে ১২৪ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।
গতকালের ম্যাচে এক তরফা জয় পেয়েছে। সমস্ত বিভাগেই পর্যুদস্ত হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট করতে নেমে রোহিত শর্মার সেঞ্চুরি এবং শিখর ধবনের সঙ্গে তাঁর জুটিতে ভর করে ভারত ১৯৫ রান তোলে।
রান তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ক্রুনাল পান্ড্য ছাড়া ভারতের বাকি বোলররা দুটি করে উইকেট পেয়েছেন। ভারতের বোলিংয়ের সময় এমন একটা ঘটনা ঘটল যা সবার নজর কেড়ে নেয়।
আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলের সহ খেলোয়াড় কায়েরন পোলার্ডের একটি আচরণে বেজায় ক্ষুব্ধ হলেন ভারতীয় বোলার জসপ্রিত বুমরাহ। রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের রান তখন চার উইকেটে ৫২। ওই সময় ক্রিজে থছিলেন পোলার্ড ও দিনেশ রামদিন। ১১ তম ওভারে পোলার্ডের একটা শট শূন্যে উঠে যায়। ক্যাচ ধরার জন্য এগিয়ে আসেন বুমরাহ। কিন্তু পোলার্ড একেবারে বলের নিচে চলে আসেন। পরে পিছু হঠেন। বুমরাহর সঙ্গে তাঁর ধাক্কা লাগে। পোলার্ডের এই আচরণ একেবারেই পছন্দ হয়নি বুমরাহর। কারণ, এর ফলে ক্যাচটি মিসও হতে পারত।