বিরাটের মতে, ‘দেশের হয়ে খেলার সুযোগ পেয়ে দলের সবাই গর্বিত। ভুল করলে ওরাই সবচেয়ে বেশি হতাশ হয়। বাইরে থেকে মনে হয় ভুল, কিন্তু যে ভুল করে তারই সবচেয়ে বেশি খারাপ লাগে। ঋষভের প্রতিভা আছে। এটা সবাই জানে। শুধু ও খারাপ শট খেলেনি। খেলায় এটা হয়। ওর এখনও কম বয়স। আমিও কেরিয়ারের শুরুতে অনেক ভুল করেছি। ও ভুল থেকে শিক্ষা নেবে। ও এখনই বুঝতে পারছে ভুল করেছে।’
গতকাল মিডল অর্ডারে হার্দিক পাণ্ড্যর সঙ্গে ঋষভের পার্টনারশিপের প্রশংসা করে বিরাট বলেছেন, ‘ঋষভ সহজাত প্রবৃত্তি অনুযায়ী খেলে। ও কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠে হার্দিকের সঙ্গে পার্টনারশিপ গড়ে তুলেছিল। চার উইকেট পড়ে যাওয়ার পরেও ও যেভাবে ব্যাটিং করেছে, সেটার প্রশংসা করতেই হবে। আমি নিশ্চিত, ও আরও শক্তিশালী হয়ে উঠবে।’
রবীন্দ্র জাডেজার দুর্দান্ত ইনিংসের প্রশংসা করে বিরাট বলেছেন, ‘গত এক সপ্তাহে যা হয়েছে, তারপর আর জাডেজাকে কিছু বলার দরকার নেই। ও শুধু খেলার সুযোগ পাওয়ার অপেক্ষায় ছিল। ওর জন্য আমার খুব ভাল লাগছে। ও ভারতের হয়ে দারুণ পারফরম্যান্স দেখালেও, প্রাপ্য গুরুত্ব পায়নি। ও ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে দলের জন্য অমূল্য ক্রিকেটার।’
বিরাট আরও বলেছেন, ‘আমরা এই হারে দুঃখ পেলেও, ভেঙে পড়িনি। কারণ, এই প্রতিযোগিতায় দারুণ খেলেছি। কিন্তু নক-আউট পর্যায়ে একটি দিন খারাপ যাওয়ায় প্রতিযোগিতা থেকে ছিটকে গেলাম। ধারাবাহিকভাবে খেলা একটি দল যাতে একদিন খারাপ খেলার জন্য প্রতিযোগিতা থেকে ছিটকে না যায়, সেটা নিশ্চিত করার জন্য ফর্ম্যাটে বদল আনা যেতে পারে।’