দুবাই: শ্রীলঙ্কার বিরুদ্ধে সদ্যসমাপ্ত তৃতীয় টেস্টে কেরিয়ারের সেরা ২৪৩ করার দৌলতে আইসিসি র্যাঙ্কিংয়ে তিন ধাপ লাফিয়ে দুনম্বরে উঠে এলেন ব্যাটসম্যান বিরাট কোহলি।
প্রথম ইনিংসে দ্বিশতরান করার পর দ্বিতীয় ইনিংসেও অর্ধশতরান করেন ভারত অধিনায়ক। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে মোট ৬১০ রান করেন তিনি। ১-০ ব্যবধানে সিরিজ জেতে ভারত।
সদ্যসমাপ্ত সিরিজে দুর্ধর্ষ ফর্মে ছিলেন কোহলি। পরপর দুটি ম্যাচে তিনি দ্বিশতরান করেন। তিনটি ম্যাচেই তিনি তিন অঙ্কের রান করেন। সিরিজে তাঁর গড় ছিল ১৫২.৫০।
সিরিজ শুরুর আগে আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় কোহলি ছয় নম্বরে ছিলেন। কিন্তু, সিরিজ শেষে তিনি ডেভিড ওয়ার্নার, চেতেশ্বর পূজারা, কেন উইলিয়ামসন ও জো রুটকে টপকে যান।
এই মুহূর্তে টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করে রেখেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ স্মিথ। কোহলির থেকে তিনি ৪৫ পয়েন্টে এগিয়ে। কিন্তু, ভারত অধিনায়কের লক্ষ্য হবে শীর্ষে পৌঁছানো। তার জন্য আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরকেই পাখির চোখ করেছেন কোহলি।
আর তেমনটা হলে, আরেক নজির গড়বেন তিনি। কারণ, ইতিমধ্যেই তিনি একদিন ও টি-২০তে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে রয়েছেন। এবার টেস্টেও তিনি প্রথম স্থান দখল করলে, খেলার তিনটি ফর্ম্যাটেই সেরা ব্যাটসম্যান হওয়ার নজির গড়বেন।
প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং হলেন একমাত্র ব্যাটসম্যান যার ঝুলিতে এই নজির রয়েছে। ২০০৫-০৬ সালে তিনি তিনটি ফর্ম্যাটেই ব্যাটসম্যানদের তালিকার শীর্ষে ছিলেন।
তবে, স্মিথকে টপকে যাওয়াটা সহজ নয় কোহলির। কারণ, ভারত অধিনায়কের মতোই দুরন্ত ফর্মে রয়েছেন অজি অধিনায়কও। গত সপ্তাহে ৯৪১ পয়েন্টে উঠেছিলেন স্মিথ—যা টেস্ট র্যাঙ্কিংয়ের ইতিহাসে পঞ্চম শ্রেষ্ঠ পয়েন্ট। বর্তমানে ৯৩৮ পয়েন্টে রয়েছেন তিনি। তাঁর থেকে ৪৫ পয়েন্ট দূরে দ্বিতীয় কোহলি।