কলকাতা: কিংবদন্তী সচিন তেন্ডুলকর আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি শতরান করার যে অনন্য রেকর্ড গড়েছেন, সেটা টপকে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলির। এমনই মন্তব্য করলেন প্রাক্তন তারকা গুণ্ডাপ্পা বিশ্বনাথ। তিনি কোহলির প্রশংসা করে বলেছেন, ‘কোহলি ধারাবাহিকতা ও পারফরম্যান্স দেখিয়েছে। ও নিয়মিত শতরান করছে। সচিনের রেকর্ড থেকে এখনও অনেক দূরে থাকলেও, এই রেকর্ড ভেঙে দেওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে ওর। রেকর্ড ভাঙার জন্যই গড়া হয়। আমি সেই কারণে খুশি। আশা করি সচিনও খুশি হবে। তবে তার জন্য কোহলিকে অনেকদূর যেতে হবে।’


এবারের দক্ষিণ আফ্রিকা সফরে ধারাবাহিকভাবে রান করছেন কোহলি। প্রথম ব্যাটসম্যান হিসেবে তিনি একদিনের ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজে ৫০০-র বেশি রান করেছেন। একদিনের আন্তর্জাতিকে এখন তাঁর শতরানের সংখ্যা ৩৫। ভারতের অধিনায়কের এহেন পারফরম্যান্সে মুগ্ধ বিশ্বনাথ বলেছেন, ‘কোহলি কী করছে সেটা সবাই জানে। ও দুর্দান্ত খেলছে। ওর ধারাবাহিকতা চমকপ্রদ। ওর রানের খিদে, আগ্রাসন অন্য স্তরের। আশা করি ও এটা বজায় রাখতে পারবে। কোহলির আত্মবিশ্বাসের প্রভাব দলের উপর দেখা যাচ্ছে।’

ভারতীয় দল প্রথমবার দক্ষিণ আফ্রিকায় একদিনের সিরিজ জেতার পর অতীতের সফল অধিনায়কদের সঙ্গে কোহলির তুলনা শুরু হয়ে গিয়েছে। বিশ্বনাথও মনে করছেন, ভারতের অন্যতম সেরা অধিনায়ক হয়ে উঠতে পারেন কোহলি। তিনি এ বিষয়ে বলেছেন, ‘আমি তুলনা করতে চাই না, কিন্তু ফলই বলে দিচ্ছে বিরাট কী করছে। ওরা ভারতের মাটিতে বেশিরভাগ দলকেই হারিয়েছে। দক্ষিণ আফ্রিকায় প্রথম টেস্টে জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল ভারত। দারুণ প্রত্যাবর্তন ঘটিয়ে তৃতীয় টেস্টে জিতেছে ভারতীয় দল। আমার বিশ্বাস, এই দল অন্য দলগুলির বিরুদ্ধে তাদের দেশেই ভাল খেলবে।’

দুই তরুণ স্পিনার কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহলের প্রশংসা করেছেন বিশ্বনাথ। তাঁর মতে, অন্য দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজা টেস্টে ভাল পারফরম্যান্স দেখানোয় চারজনের মধ্যে সুস্থ প্রতিযোগিতা হচ্ছে।

২০১৯ বিশ্বকাপে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির খেলার সম্ভাবনা প্রসঙ্গে বিশ্বনাথ বলেছেন, ‘পরিস্থিতি দেখে মনে হচ্ছে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের ইচ্ছা, ধোনি বিশ্বকাপের দলে থাকুক। ও এখনও খুব বিপজ্জনক হয়ে উঠতে পারে।’