হায়দরাবাদ: দলের সঠিক ব্যাটিং অর্ডার যে কোনও অধিনায়কেরই অগ্রাধিকার। আগামী বিশ্বকাপের আগে দলের ব্যাটিং অর্ডারে ছোটখাটো পরীক্ষানিরীক্ষায় ব্যাপারে তৈরি ভারত ও অস্ট্রেলিয়া-দুই দলেরই অধিনায়ক।
আগামীকাল দুই দলের মধ্যে একদিনের ম্যাচের সিরিজ শুরু হচ্ছে। বিশ্বকাপের আগে ভারতীয় দলের এই সিরিজই নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ। অন্যদিকে, অস্ট্রেলিয়াও ভারতের মাটিতে তাদের শক্তি যাচাই করে নিতে চাইছে।
ভারতের অধিনায়ক বিরাট কোহলি পরিস্থিতির প্রয়োজনে চার নম্বরে ব্যাট করতে প্রস্তুত। অন্যদিকে, অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চও স্পষ্ট করে দিয়েছেন যে, দলের টি ২০ সিরিজ জয়ে উল্লেখযোগ্য অবদান যিনি রেখেছেন, সেই গ্লেন ম্যাক্সওয়েলকে ব্যাটিং অর্ডারে ওপরের দিকে আনা হবে।
সম্প্রতি ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন যে, বিশ্বকাপে কোহলি চার নম্বরে ব্যাট করতে পারেন। এরপর আজ শুক্রবার কোহলিও বললেন, ব্যাটিং অর্ডারে এক ধাপ নিতে নামলে না বড় কোনও ব্যাপার নয়। কারণ, এতে তাঁর খেলার ধরনে কোনও পরিবর্তন হয় না।
কোহলি বলেছেন, কোনও ম্যাচের কোনও পরিস্থিতিতে বা কোনও বিশেষ ম্যাচের আগে দলের প্রয়োজন হলে এমন প্রয়োজন হলে তা করতে পারলে আমি খুশিই হব। অনেক সময়ই আমি চার নম্বরে আমি খেলেছি।
অধিনায়ক স্পষ্ট করে দিয়েছেন, তিন থেকে চারে নামলে তাঁর ব্যাটিংয়ের ধরনে কোনও পরিবর্তন হবে না।
অন্যদিকে, ভারতের বিরুদ্ধে টি ২০ সিরিজ জেতানো সেঞ্চুরির পর ম্যাক্সওয়েল ইঙ্গিত দিয়েছিলেন যে, ব্যাটিং অর্ডারের ওপরের দিকে নামতে চান তিনি। সিরিজের প্রথম একদিনের ম্যাচের আগে অজি অধিনায়কও ব্যাটিং অর্ডারে ম্যাক্সওয়েলের প্রোমোশনের ইঙ্গিত দিয়েছেন।
ফিঞ্চ বলেছেন, এর আগে ভারতের বিরুদ্ধে সিরিজে সাত নম্বরে খেলেছিল গ্লেন। কিন্তু এবার ও ব্যাটিং অর্ডারে ওপরের দিকে নামার সুযোগ পাবে। ও বেশ ভালো ফর্মে রয়েছে। একদিনের ক্রিকেটেও ও দুরন্ত খেলোয়াড়। আমি নিশ্চিত এবার ও সাত নম্বরের আগেই ব্যাট করবে।
চার নম্বরে ব্যাট করতে ‘সমস্যা নেই’ কোহলির, ব্যাটিং অর্ডারে ম্যাক্সওয়েলের প্রোমোশনের ইঙ্গিত ফিঞ্চের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Mar 2019 04:44 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -