হায়দরাবাদ:  ভারতীয় দলের নেট প্র্যাকটিসের সময় বাহুতে আঘাত পেলেন মহেন্দ্র সিংহ ধোনি। আগামীকাল শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচ। তার আগে অনুশীলনের সময় ধোনির এই আঘাত কতটা গুরুতর, তা জানা যায়নি।

দলের সাপোর্ট স্টাফ রাঘবেন্দ্রর থ্রোডাউনে ব্যাটিং অনুশীলন করছিলেন ধোনি। এদিন দীর্ঘ সময় ব্যাটিং করছিলেন তিনি। দলের অন্যান্যদের মতো তিনিও থ্রোডাউনে অনুশীলন করছিলেন। সেই সময়ই রাঘবেন্দ্রর ছোঁড়া একটি বল তাঁর ডান বাহুতে সজোরে এলে আঘাত করে। এরপর আঘাতের জায়গায় যন্ত্রণার কারণে সতর্কতা হিসেবে আর ব্যাটিং করেননি ধোনি।

এই আঘাতের কারণে জোটের জন্য তিনি আগামীকালের ম্যাচে অনিশ্চিত হয়ে পড়লেন কিনা, তা জানা যায়নি। বিষয়টি সন্ধের মধ্যে স্পষ্ট হবে।

ধোনি না খেলতে পারলে উইকেটরক্ষক হিসেবে খেলবেন ঋষভ পন্ত। তবে টিম ম্যানেজমেন্ট ব্যাটিং বিকল্প পরীক্ষা করে নিতে চাইলে কেএল রাহুল ও অম্বাতি রায়ডু দুজনেই প্রথম একাদশে থাকতে পারেন। সেক্ষেত্রে উইকেটরক্ষক হিসেবে খেলবেন রাহুল।

দুটি টি ২০ তে হেরে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে ঘুরে দাঁড়াতে চাইছে।