Live: ভারতের ব্যাটিং বিপর্যয়, লড়ছেন একা বিরাট
Web Desk, ABP Ananda | 15 Jan 2017 07:06 PM (IST)
পুণে: টেস্ট সিরিজে ৪-০ জয় অতীত। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচেই হারের মুখে ভারত। ইংল্যান্ডের ৩৫০ রানের জবাবে ১৯ ওভারের শেষে ভারতের রান ৪ উইকেটে ১২৫। আউট হয়ে গিয়েছেন শিখর ধবন (১), লোকেশ রাহুল (৮), যুবরাজ সিংহ (১৫) ও মহেন্দ্র সিংহ ধোনি (৬)। এক লড়াই চালিয়ে যাচ্ছেন অধিনায়ক বিরাট কোহলি (৫৪)। তাঁর সঙ্গে এখন ক্রিজে আছেন কেদার যাদব (৩৩)। জয়ের জন্য ভারতের দরকার ৩১ ওভারে ২২৬ রান। এর আগে অধিনায়ক হিসেবে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বিরাট। তাঁর দলের বোলারদের জঘন্য পারফরম্যান্সের সুযোগ নিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৫০ রান করে ইংল্যান্ড। জেসন রয় ৭৩, জো রুট ৭৮ এবং বেন স্টোকস ৬২ রান করেন। রান তাড়া করতে নেমে শুরু থেকেই নড়বড়ে দেখাচ্ছিল ভারতীয় ব্যাটসম্যানদের। দুই ওপেনার রাহুল ও ধবন দ্রুত রান তুলতে ব্যর্থ হন। অল্প রান করেই তাঁরা প্যাভিলিয়নে ফেরেন। দীর্ঘদিন পর একদিনের দলে ফেরা যুবরাজও রান পেলেন না। অধিনায়কত্ব ছাড়ার পর প্রথম একদিনের ম্যাচে ব্যর্থ হলেন ধোনিও।