লন্ডন: টেস্ট সিরিজ শুরুর আগেই শুরু মনস্তাত্ত্বিক যুদ্ধ। আগামী ১ আগস্ট থেকে শুরু হবে ভারত-ইংল্যান্ড ৫টি টেস্টের সিরিজ। কিন্তু তার আগেই ভারত অধিনায়ক বিরাট কোহালিকে মিথ্যেবাদী বললেন ইংল্যান্ডের বোলিং ভরসা জেমস অ্যান্ডারসন।    কয়েকদিন আগেই বিরাট কোহালি বলেছিলেন, ভারত জিতলে তাঁর রান পাওয়া বা না পাওয়া কোনও ব্যাপারই নয়।

তার পরিপ্রেক্ষিতেই এবার বিরাটকে মিথ্যেবাদী বললেন অ্যান্ডারসন। এক সাক্ষাত্কারে অ্যান্ডারসন জানিয়েছেন- বিরাটের রান করা বা না করাটা কোনও ব্যাপার নয়? আমার মনে হয়, বিরাট মিথ্যে কথা বলছে।

টেস্ট সিরিজ শুরুর আগেই ভারত অধিনায়ককে মিথ্যেবাদী বলার পর অ্যান্ডারসনের উপর বেজায় ক্ষুব্ধ ভারতীয় শিবির। প্রসঙ্গত, ২০১৪-র ইংল্যান্ড সফরে সুপারফ্লপ ছিলেন বিরাট। ৫টি টেস্টে মাত্র ১৩৪ রান করেছিলেন বিরাট। এবার কি তবে শুরু থেকেই বিরাটকে চাপে ফেলার জন্য ইংল্যান্ডের সেই পুরানো স্ট্র্যাটেজি প্রয়োগ? যাই হোক, কিন্তু বিরাটকে মিথ্যেবাদী বলা-কিছুতেই মানতে পারছেনা ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক।

উল্লেখ্য, চলতি সিরিজের শুরুর দিকে কোহলি তাঁর ফর্ম নিয়ে প্রশ্নের উত্তর হেসে উড়িয়ে বলেছিলেন, এখানে খেলাটা তিনি উপভোগ করেন।আর দল যতক্ষণ ভালো খেলছে ততক্ষণ তিনি তাঁর ব্যক্তিগত ফর্ম নিয়ে আদৌ চিন্তিত নন।

আন্ডারসনের দাবি, ভারতকে এখানে জিততে হলে কোহলির রান করাটা অবশ্যই একটা ব্যাপার। এখানে দলের জন্য রান করতে ও মরিয়া থাকবে। কোনও অধিনায়ক এবং বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়ের কাছ থেকে তো এমনটাই প্রত্যাশা করা হয়।

কোহলির বিরুদ্ধে ইংল্যান্ডের মাটিতে আন্ডারসনের রেকর্ডকা খুবই ভালো। ২০১৪-র সফরে ছয় ইনিংসের মধ্যে চারবারই কোহলি তাঁর শিকার হয়েছিলেন। ২০১২ থেকে এখনও পর্যন্ত টেস্টে কোহলিকে পাঁচবার আউট করেছেন তিনি। ২০১৬-১৭ তে ভারত সফরে অবশ্য আন্ডারসন দাগ কাটতে পারেননি।তিন টেস্টে মাত্র চারটি উইকেট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাঁকে। ওই সিরিজে কোহলি ৬৫৫ রান করেছিলেন।