দুবাই: আইসিসি-র টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখলেন বিরাট কোহলি। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজের পর সর্বশেষ ক্রমতালিকায় ভাল উন্নতি করেছেন ভারতীয় দলের দুই নবাগত পৃথ্বী শ এবং ঋষভ পন্ত।
চলতি বছরেই অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে পৃথ্বীর নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি পৃথ্বীকে। সিনিয়র টেস্ট দলে সুযোগ পেয়ে তাকে কাজে লাগাতে ভুল করেননি তিনি। অভিষেক ম্যাচেই দুরন্ত শতরান করে তাকে স্মরণীয় করে রাখেন পৃথ্বী। দ্বিতীয় টেস্টে ৭০ ও ৩৩ অপরাজিত রান করে নিজের জাত চিনিয়ে দেন। প্রথম ম্যাচের শেষে পৃথ্বী ছিলেন ৭৩তম স্থানে। সিরিজ শেষে ১৩ স্থান উঠে তিনি শেষ করেন ৬০ নম্বরে।
অন্যদিকে, ঋদ্ধিমান সাহা চোট পেয়ে ছিটকে যাওয়ায় ভারতীয় দলে অভিষেক ঘটে উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভের। টেস্ট সিরিজ শুরুর সময় তাঁর র্যাঙ্কিং ছিল ১১১। পরপর ২টি টেস্টে অল্পের জন্য শতরান হাতছাড়া করেন ঋষভ। কিন্তু, তা সত্ত্বেও সিরিজ শেষে ৬২ তম স্থান দখল করেছেন তিনি। অন্যদিকে, চার ধাপ উঠে ১৮ নম্বরে রয়েছেন অজিঙ্ক রাহানে। বোলারদের তালিকায় চার ধাপ উঠে ২৫ তম স্থান দখল করেছেন উমেশ যাদব।
শীর্ষে কোহলিই, এগোলেন পৃথ্বী শ, ঋষভ পন্ত
Web Desk, ABP Ananda
Updated at:
15 Oct 2018 07:01 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -