ভারতের সঙ্গে ফুটবল ম্যাচ ড্র হওয়ায় চরম ক্ষুব্ধ চিনের সমর্থকরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Oct 2018 04:16 PM (IST)
ফটো সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
বেজিং: ভারতের সঙ্গে ড্র করায় চরম ক্ষুব্ধ চিনের ফুটবল দলের সমর্থকরা। এমনিতে ফুটবল ময়দানে ভারত ও চিনের খেলা সচরাচর দেখা যায় না। কিন্তু একটি আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে চিনের মাটিতেই সেদেশের ফুটবল দলকে রুখে দিয়েছে ভারতীয় দল। ম্যাচে কোনও দলই কোনও গোল করতে পারেনি।
পূর্ব চিনের জিয়াংশু প্রদেশের সুঝোউ শহরে গত শনিবার গত ২১ পর এই প্রথম মুখোমুখি হয়েছিল ভারত ও চিন।
চিনের বেশিরভাগ সমর্থকই ধরে নিয়েছিলেন যে, ভারতকে সহজেই হারাবে তাদের প্রিয় দল। কিন্তু জেতা তো দূরের কথা, একটা গোল পর্যন্ত ভারতের বিরুদ্ধে করতে পারেনি চিন। আর গোল করার মতো অবস্থায় দুই দলই বেশ কয়েকবার পৌঁছে গিয়েছিল।
বিশ্বের দুই সর্বাধিক জনবহুল দেশের এই লড়াই ঘিরে উত্তেজনা তুঙ্গে উঠেছিল। কিন্তু ভারতের সঙ্গে ০-০ গোলে ম্যাচ ড্র হওয়ার পর চরম ক্ষুব্ধ চিনের সমর্থকরা। সে দেশের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসে প্রকাশিত খবরে এ কথা জানা গিয়েছে। ম্যাচের পর চিনের সেন্ট্রাল টেলিভিশনের ফুটবল ধারাভাষ্যকার হি ওয়েই বলেছেন, ভেবে খুবই আশ্চর্য লাগছে যে, প্রায় তিনশো কোটি জনসংখ্যার মধ্যে ওই ৩০ জনই সেরা খেলোয়াড়।
সোশ্যাল মিডিয়াতেও চিনের সমর্থকরা তাঁদের ক্ষোভ উগরে দিয়েছেন। এক অনুরাগী লিখেছেন, দুর্বল প্রতিপক্ষই চিনের ফুটবল দলকে নাস্তানাবুদ করেছে। এ তো দেখছি চিনের ফুটবল দল ভারতের দিকেই যাচ্ছে।
চিনের মাটিতে চিনকে রুখে দেওয়া ভারতের পক্ষে অবশ্য দারুণ ব্যাপার। মহাদেশের অন্যতম সেরা শক্তিতে তাদের ঘরের মাঠেই আটকে দিয়েছে ভারত। এই ম্যাচের ফলাফল ফিফা রযার ঙ্কিংয়ে ভারতকে কিছুটা ওপরে নিয়ে আসবে বলে মনে করা হচ্ছে। রযা্ ঙ্কিংয়ে ভারতের স্থান এখন ৯৭ তম। চিনের স্থান ৭৬ তম।
বেজিং: ভারতের সঙ্গে ড্র করায় চরম ক্ষুব্ধ চিনের ফুটবল দলের সমর্থকরা। এমনিতে ফুটবল ময়দানে ভারত ও চিনের খেলা সচরাচর দেখা যায় না। কিন্তু একটি আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে চিনের মাটিতেই সেদেশের ফুটবল দলকে রুখে দিয়েছে ভারতীয় দল। ম্যাচে কোনও দলই কোনও গোল করতে পারেনি।
পূর্ব চিনের জিয়াংশু প্রদেশের সুঝোউ শহরে গত শনিবার গত ২১ পর এই প্রথম মুখোমুখি হয়েছিল ভারত ও চিন।
চিনের বেশিরভাগ সমর্থকই ধরে নিয়েছিলেন যে, ভারতকে সহজেই হারাবে তাদের প্রিয় দল। কিন্তু জেতা তো দূরের কথা, একটা গোল পর্যন্ত ভারতের বিরুদ্ধে করতে পারেনি চিন। আর গোল করার মতো অবস্থায় দুই দলই বেশ কয়েকবার পৌঁছে গিয়েছিল।
বিশ্বের দুই সর্বাধিক জনবহুল দেশের এই লড়াই ঘিরে উত্তেজনা তুঙ্গে উঠেছিল। কিন্তু ভারতের সঙ্গে ০-০ গোলে ম্যাচ ড্র হওয়ার পর চরম ক্ষুব্ধ চিনের সমর্থকরা। সে দেশের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসে প্রকাশিত খবরে এ কথা জানা গিয়েছে। ম্যাচের পর চিনের সেন্ট্রাল টেলিভিশনের ফুটবল ধারাভাষ্যকার হি ওয়েই বলেছেন, ভেবে খুবই আশ্চর্য লাগছে যে, প্রায় তিনশো কোটি জনসংখ্যার মধ্যে ওই ৩০ জনই সেরা খেলোয়াড়।
সোশ্যাল মিডিয়াতেও চিনের সমর্থকরা তাঁদের ক্ষোভ উগরে দিয়েছেন। এক অনুরাগী লিখেছেন, দুর্বল প্রতিপক্ষই চিনের ফুটবল দলকে নাস্তানাবুদ করেছে। এ তো দেখছি চিনের ফুটবল দল ভারতের দিকেই যাচ্ছে।
চিনের মাটিতে চিনকে রুখে দেওয়া ভারতের পক্ষে অবশ্য দারুণ ব্যাপার। মহাদেশের অন্যতম সেরা শক্তিতে তাদের ঘরের মাঠেই আটকে দিয়েছে ভারত। এই ম্যাচের ফলাফল ফিফা রযার ঙ্কিংয়ে ভারতকে কিছুটা ওপরে নিয়ে আসবে বলে মনে করা হচ্ছে। রযা্ ঙ্কিংয়ে ভারতের স্থান এখন ৯৭ তম। চিনের স্থান ৭৬ তম।
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -