বিশ্বের সেরা ক্রিকেটার নির্বাচিত বিরাট
Web Desk, ABP Ananda | 05 Apr 2017 03:27 PM (IST)
নয়াদিল্লি: বিরাট কোহলির মুকুটে নয়া পালক। ইংল্যান্ডের একটি বিখ্যাত ক্রিকেট পত্রিকার বিচারে ২০১৬ সালে বিশ্বের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন ভারতের অধিনায়ক। ওই পত্রিকার বার্ষিক অ্যালামানাকের কভারে বিরাটের ছবি রয়েছে। একইসঙ্গে তাঁকে বিশ্বের সেরা ক্রিকেটারের সম্মান দেওয়া হয়েছে। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার তৎকালীন অধিনায়ক রিকি পন্টিং প্রথম ক্রিকেটার হিসেবে এই সম্মান পেয়েছিলেন। এবার একই সম্মান পেলেন বিরাট। গত বছর টেস্টে ৭৫.৯৩ গড়ে ১,২১৫ রান করেন ভারতের অধিনায়ক। একদিনের ম্যাচে তাঁর সংগ্রহ ৯২.৩৭ গড়ে ৭৩৯ রান। টি-২০ ম্যাচে ১০৬.৮৩ গড়ে বিরাটের রান ৬৪১। গত বছর ৬ জন ব্যাটসম্যান বিরাটের চেয়ে বেশি রান করেছেন। কিন্তু কারও গড় বিরাটের ধারেকাছে নেই। সেই কারণেই সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতের অধিনায়ক।