মেলবোর্ন: নিজের ব্যাটিং ও অধিনায়কত্ব নিয়ে ভাবার জন্য বিরাট কোহলির কিছুদিন ক্রিকেট থেকে দূরে থাকা দরকার। এমনই মত প্রকাশ করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটকিপার ব্র্যাড হ্যাডিন। তিনি বলেছেন, ‘কাঁধের চোটের জন্য আইপিএল-এর শুরুর দিকের ম্যাচগুলিতে খেলতে পারবেন না বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজটা যেভাবে শেষ করেছেন, তাতে এটা বিরাটের পক্ষে ভালই হবে বলে মনে হয়। আমার মতে, ঘরের মাঠে দীর্ঘ ও সফল মরসুম শেষ হওয়ার পর ব্যাটিং ও অধিনায়কত্ব নিয়ে ভাবার জন্য বিরাটের কিছুটা সময় দরকার। খেলা থেকে দূরে থাকলে গত ৬ সপ্তাহের লড়াই নিয়ে ভাবার সুযোগ পাবে ও। অস্ট্রেলিয়া সত্যিই ভারতের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল। আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে এটাই বিরাটের কঠিনতম সময় ছিল।’

ডান কাঁধে চোটের জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের চতুর্থ টেস্টে খেলতে পারেননি বিরাট। তিনি কবে মাঠে ফিরবেন, সেটা এখনও জানা যায়নি। চোটের জন্য বাইরে থাকলেও, বিতর্ক পিছু ছাড়ছে না ভারতের অধিনায়কের। তাঁর বিরুদ্ধে আক্রমণ শানিয়ে যাচ্ছে অসি সংবাদমাধ্যম এবং প্রাক্তন ক্রিকেটাররা। বিরাটও সিরিজ শেষ হওয়ার পর বলেছেন, তিনি আর অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের বন্ধু মনে করেন না। এ প্রসঙ্গে হ্যাডিন বলেছেন, ‘বিরাটের এই মন্তব্যের মাধ্যমে সিরিজের লড়াইয়ের মেজাজটাই নষ্ট হয়ে গিয়েছে। একইসঙ্গে বিরাট বোঝাতে চেয়েছে, ভারত যেভাবে অন্যায় পন্থা অবলম্বন করেছে, সফরকারীরাও সেটাই করছে। যদিও তার স্বপক্ষে কোনও প্রমাণ নেই। এর ফলে শুধু ভারতেই নয়, সারা বিশ্বেই যারা খেলা দেখেছে, তাদের সামনে খারাপ দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।’



ধর্মশালা টেস্টে ভারতের অধিনায়ক অজিঙ্ক রাহানের প্রশংসা করেছেন হ্যাডিন। তাঁর মতে, রাহানে যেভাবে অধিনায়কত্ব এবং ব্যাটিং করেছেন, সেটা দেখে মনেই হয়নি লড়াই করছেন। তাঁকে দেখে মনে হচ্ছিল সুপারমার্কেটে কেনাকাটা করছেন। পেসারদেরও দারুণভাবে ব্যবহার করেছেন রাহানে।