পুনে:  শুক্রবার পুনেতে শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারিয়ে টি ২০ সিরিজ ২-০ জিতে নিয়েছে ভারত। গুয়াহাটিসিরিজের প্রথম ম্যাচ পিচ ভিজে থাকায় ভেস্তে গিয়েছিল। এরপর ইন্দোর ও পুনেতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জিতেছে ভারত। গতকাল পুনের ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে ভারতের ইনিংসের ভিত গড়ে দিয়েছিলেন দুই ওপেনার শিখর ধবন (৫২) ও কে এল রাহুল (৫৪)। তাঁদের জুটিতে ৯৭ রান যোগ হয়। নির্ধারিত ২০ ওভারে ভারত করে ৬ উইকেটে ২০১ রান। সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের ব্যাটিংয়ের অন্যতম সেরা ভরসা রোহিত শর্মাকে শ্রীলঙ্কার বিরুদ্ধে সদ্যসমাপ্ত টি ২০ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল। আগামী অক্টোবরে টি ২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে ভারতীয় দল সেরা টিম কম্বিনেশন বেছে নিতে চাইছে। এরইমধ্যে ওপেনারের জায়গা নিয়ে অধিনায়ক বিরাট কোহলির মাথাব্যাথা বাড়বে। এক্ষেত্রে রোহিত শর্মার সঙ্গে রাহুল না শিখর, কাকে নেওয়া হবে, তা স্বাভাবিকভাবেই টিম ম্যানেজমেন্টকে দ্বিধায় ফেলতে পারে। কারণ, পুনের ম্যাচে ভারতীয় দলের গব্বর চেনা ছন্দে ফিরে আসার ঝলক দেখিয়েছেন। রাহুলও দুরন্ত ফর্মে খেলছেন। ম্যাচের শেষে ওপেনিং স্লট নিয়ে প্রশ্নের উত্তরে কোহলি বলেছেন, তিন ওপেনারই খুবই শক্তিশালী প্লেয়ার। দলে প্লেয়াররা ভালো খেললে তা খুবই ভালো ব্যাপার। এতে অনেক বিকল্প পাওয়া যায়। কিন্তু আমার মনে হয়, প্লেয়ারদের একে অপরের মুখোমুখি করিয়ে দেওয়ার চেষ্টা থেকে সবার বিরত থাকা প্রয়োজন। কোহলি বলেছেন, ক্রিকেট দলগত খেলা এবং এতে একে অপরের বিরুদ্ধে লড়িয়ে দেওয়ার ধারণার কোনও জায়গা নেই। জয়ের জন্য ২০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা ১৫.৫ ওভারে ১২৩ রানে অলআউট হয়ে যায়। নভদীপ সাইনি তিন উইকেট নেন। ব্যাট হাতে ৮ বলে ২২ রান করার পাশাপাশি বল করতে এসে দুটি উইকেট তুলে নেন শার্দূল ঠাকুর। ভারতীয় দলের অধিনায়ক  বলেছেন, বছরের শুরুটা ভালো হল। সঠিক পথেই শুরুটা করেছি। একটা ম্যাচে রান তাড়া করেছি, অন্য ম্যাচে প্রথমে ব্যাট করেছি। একেবারে নিখুঁত পারফরম্যান্স। আমি খুবই খুশি। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে ভারত। মুম্বইয়ে আগামী মঙ্গলবার সিরিজ শুরু।