জেএনইউ-তে হিংসা: শান্তি ও সৌভ্রাতৃত্ব বজায় রাখতে হবে, বললেন অজয় দেবগন
ABP Ananda web desk | 11 Jan 2020 05:43 PM (IST)
শুক্রবারই মুক্তি পেয়েছে অজয় দেবগন অভিনীত ‘তানাজী: দ্য আনসাং ওয়ারিয়র’। এরইমধ্যে চলতি মাসের শুরুর দিকে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের হিংসার ঘটনা নিয়ে ট্যুইটারের মাধ্যমে প্রতিক্রিয়া জানালেন তিনি।
মুম্বই: শুক্রবারই মুক্তি পেয়েছে অজয় দেবগন অভিনীত ‘তানাজী: দ্য আনসাং ওয়ারিয়র’। এরইমধ্যে চলতি মাসের শুরুর দিকে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের হিংসার ঘটনা নিয়ে ট্যুইটারের মাধ্যমে প্রতিক্রিয়া জানালেন তিনি। তাঁর ট্যুইট- আমি সবসময়ই বলে এসেছি যে, ‘আমাদের সঠিক তথ্য উঠে আসার জন্য অপেক্ষা করতে হবে। প্রত্যেকের কাছে আমার আবেদন-শান্তি ও সৌভ্রাতৃত্বকে প্রসারিত করতে হবে এবং সচেতনভাবে বা দায়িত্বজ্ঞানহীনভাবে তাকে যেন পথভ্রষ্ট করে দেওয়া না হয়’। অজয়ের এই ট্যুইটে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘তানাজির শো খালি চলছে নাকি বন্ধু?’ অন্য একজন লিখেছেন, ‘সিঙ্ঘম কম কথা বলেন আর যখন বলেন তখন সিঙ্ঘমের ব্যক্তিত্বের ঝলক দেখা যায়, আপনাকে অভিবাদন স্যর’। একজন আবার লিখেছেন, ‘বাহ বেশ..এখন রবিবার আমি আপনার সিনেমা দেখতে যাব না’। আর এক নেটিজেনের মন্তব্য, ‘ভালো বলেছেন। তানাজি হবে সর্বকালের ব্লকবাস্টার’। উল্লেখ্য, গত ৫ জানুয়ারি মুখ ঢাকা একদল দুষ্কৃতী লাঠি ও লোহার রড হাতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকে পড়ুয়া ও শিক্ষকদের ওপর হামলা চালায়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ সহ বেশ কয়েকজন আহতকে আঘাত নিয়ে এইমসে ভর্তি করা হয়। অজয় দেবগনের ‘তানাজি’ বক্স অফিসে প্রথম দিন বেশ ভালো ব্যবসা করেছে। প্রথম দিনে সিনেমা ১৫.১০ কোটি আয় করেছে। সিনেমায় অজয়ের সঙ্গে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তাঁর স্ত্রী কাজল।