অজয়ের এই ট্যুইটে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা।
একজন লিখেছেন, ‘তানাজির শো খালি চলছে নাকি বন্ধু?’
অন্য একজন লিখেছেন, ‘সিঙ্ঘম কম কথা বলেন আর যখন বলেন তখন সিঙ্ঘমের ব্যক্তিত্বের ঝলক দেখা যায়, আপনাকে অভিবাদন স্যর’।
একজন আবার লিখেছেন, ‘বাহ বেশ..এখন রবিবার আমি আপনার সিনেমা দেখতে যাব না’।
আর এক নেটিজেনের মন্তব্য, ‘ভালো বলেছেন। তানাজি হবে সর্বকালের ব্লকবাস্টার’।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি মুখ ঢাকা একদল দুষ্কৃতী লাঠি ও লোহার রড হাতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকে পড়ুয়া ও শিক্ষকদের ওপর হামলা চালায়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ সহ বেশ কয়েকজন আহতকে আঘাত নিয়ে এইমসে ভর্তি করা হয়।
অজয় দেবগনের ‘তানাজি’ বক্স অফিসে প্রথম দিন বেশ ভালো ব্যবসা করেছে। প্রথম দিনে সিনেমা ১৫.১০ কোটি আয় করেছে। সিনেমায় অজয়ের সঙ্গে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তাঁর স্ত্রী কাজল।