মেলবোর্ন: বিরাট কোহলি নিজের সঙ্গে সচিন তেন্ডুলকরের তুলনা টানা হচ্ছে দেখলে লজ্জিত বোধ করতেই পারেন, কিন্তু ক্রিকেট দুনিয়া ইতিমধ্যেই ধরে নিয়েছে, তিনি মাস্টার ব্লাস্টারের যোগ্য উত্তরসূরী এবং দুজনের তুলনায় কোনও অসঙ্গতি আছে বলেও মনে করেন না ক্রিকেট বোদ্ধারা। অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটিং-স্তম্ভ মাইক হাসির যেমন মত, সচিনের সমকক্ষ হয়ে ওঠা বা তাঁর অর্জিত সাফল্যকে ছাপিয়ে যাওয়ার দিকে হাঁটছেন বিরাট।

 

তাঁকে উদ্ধৃত করে ক্রিকেট অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইটে বলা হয়েছে, তেন্ডুলকরের সবচেয়ে বড় শক্তিগুলির একটি ছিল, একটানা দীর্ঘদিন ধরে খেলে যেতে পারা। বিরাটও যদি ফিট থাকতে পারেন, তবে সচিনকে ছুঁয়ে ফেলতেই পারেন।

গত বেশ কিছুদিন ধরে অবিশ্বাস্য ফর্মে রয়েছেন বিরাট। চলতি আইপিএলে প্রায় প্রতিটি ম্যাচেই তাঁর ব্যাটে রানের ফুলঝুরি। কোনও আইপিএলে চারটে সেঞ্চুরি করার বিরল কৃতিত্ব এখন তাঁর ঝুলিতে।

এবি ডিভিলিয়ার্স, স্টিভ স্মিথকে বিরাটের সমসাময়িক বলে উল্লেখ করে হাসির বক্তব্য, এক অবিশ্বাস্য ক্রিকেটার হয়ে উঠেছে ও। তারপর তিনজনেরই প্রশংসা করে বলেছেন, সম্ভবত তিনজনই এখন এমন জায়গায় চলে গিয়েছে যে, খেলার ভিতর-বাহির, সবটা ওরা জানে এবং এমনভাবে খেলার সঙ্গে জুড়ে গিয়েছে যে বছরের পর বছর ধরে এত সাফল্য পাচ্ছে। ওদের ব্যাট করতে দেখতেই দারুণ লাগে।