মেলবোর্ন:  না, স্টিভ স্মিথ নয়, ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)-র বর্ষসেরা একদিনের দলের অধিনায়ক হিসেবে বিরাট কোহলিকে বেছে নেওয়া হল। ভারতের টেস্ট দলের অধিনায়কের চমকপ্রদ পারফরম্যান্সে মজে সমগ্র ক্রিকেট বিশ্বই। তাঁর নেতৃত্বের দক্ষতাও বিশেষজ্ঞদের প্রশংসা আদায় করে নিয়েছে। আর এরই স্বীকৃতি হিসেবে এর আগে তাঁকে আইসিসি বর্ষসেরা একদিনের দলের অধিনায়ক বেছে নেওয়া হয়েছে । এবার ক্রিকেট অস্ট্রেলিয়াও তাদের অধিনায়ক স্টিভ স্মিথকে পিছনে ফেলে বর্ষসেরা দলের অধিনায়ক হিসেবে কোহলিকেই বেছে নিয়েছে। সিএ-র অল স্টার দলে অবশ্য রাখা হয়েছে স্মিথকে। এই দলে রয়েছেন ভারতের তরুণ পেসার জসপ্রিত বুমরাহ-ও।

সিএ বলেছে, ২০১৬-তে মাত্র ১০ টি একদিনের ম্যাচ খেলেছেন কোহলি। কিন্তু ৫০ ওভারের ফরম্যাটে তিনি যে অন্যতম সেরা, তার ছাপ রেখে গিয়েছেন। ডানহাতি এই ব্যাটসম্যান এ বছর তাঁর খেলা ম্যাচের ৮ টিতেই ৪৫ বা তার বেশি রান করেছেন। জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পর পর সেঞ্চুরি করেছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৫৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ওই ম্যাচে ভারতের ২৮৯ রানের অর্ধেকের বেশিই আসে কোহলির ব্যাট থেকে।

সিএ বলেছে, ভারতের ৫৯ টি ম্যাচে রান তাড়া করার ক্ষেত্রে কোহলির গড় অবিশ্বাস্য! ৯০.১০! ২০ টি ম্যাচে তাঁর ব্যাট থেকেই এসেছে জয়ের রান।

সিএ জানিয়েছে, ধারিবাহিকতার জন্যই দলে নেওয়া হয়েছে বুমরাহকে। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর কেরিয়ারের প্রথম বছরেই বেশ ছাপ রেখেছেন বুমরাহ। এ বছর যে ১৭ টি উইকেট তিনি নিয়েছেন তার মধ্যে ৯ টিই জিম্বাবোয়ের বিরুদ্ধে এলেও  বিপক্ষের রানের ওপর লাগাম টেনে রাখার দক্ষতার জন্যই বুমরাহ সবার নজর কেড়েছেন। সারা বছরে মাত্র একটি ম্যাচেই ৪০-র বেশি রান দিয়েছেন এই পেসার। তাঁর ইকোনমি রেট ৩.১৬, যা এ বছরের সেরা।

সিএ-র বর্ষসেরা দল- কোহলি( অধিনায়ক), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), কুইন্টন ডি কক-উইকেটরক্ষক (দক্ষিণ আফ্রিকা), স্টিভ স্মিথ, বাবর আজম (পাকিস্তান), মিচেল মার্শ (অস্ট্রেলিয়া), জোস বাটলার (ইংল্যান্ড), বুমরাহ, ইমরান তাহির ((দক্ষিণ আফ্রিকা)।