চেন্নাই: টানা পাঁচটি টেস্ট সিরিজ জয়ের সাফল্যেই আত্মতুষ্ট হতে নারাজ ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিনি আগামী সাত-আট বছর এই সাফল্য ধরে রাখতে চাইছেন। বিশ্ব ক্রিকেটে ছাপ রেখে যাওয়াই বিরাটের লক্ষ্য।
শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ডের পর চলতি সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে ভারত। চেন্নাইয়ে শুক্রবার থেকে শুরু হচ্ছে পঞ্চম টেস্ট। তার আগে বিরাট বলেছেন, ‘আমরা মোটেই অপরাজেয় নই। আমরা এখন ভাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। কিন্তু আমাদের এখনও বিশ্বের সব জায়গায় অনেক ম্যাচ খেলতে হবে। অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া চলবে না। সেরা দল হয়ে বিশ্ব ক্রিকেটে ছাপ ফেলতে হলে আগামী পাঁচ-সাত বা আট বছর এই সাফল্য ধরে রাখতে হবে।’
নিজে টেস্ট দলের অধিনায়ক হলেও, সব ফর্ম্যাটেই সাফল্য চাইছেন বিরাট। তিনি বলেছেন, ‘সব ফর্ম্যাটে সাফল্য পেতে গেলে প্রচুর পরিশ্রম, দক্ষতা এবং অধ্যবসায় দরকার। আমরা সব প্রতিপক্ষকে সম্মান করি। চাপে পড়লে সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করি। সেটাই আমাদের সাফল্যের প্রধান কারণ।’
আরও সাত-আট বছর এই সাফল্য ধরে রাখতে হবে, লক্ষ্য বিরাটের
Web Desk, ABP Ananda
Updated at:
15 Dec 2016 04:52 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -