ব্রিসবেন: পাকিস্তানের ড্রেসিংরুমে বিতর্ক নতুন কিছু নয়। এবার অনুশীলন চলাকালে ঝামেলায় জড়ালেন দলের দুই বোলার। গাব্বায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের আগে উত্তপ্ত বাক্য বিনিময় হয় পাক দলের দুই তারকা বোলার ওয়াহাব রিয়াজ ও ইয়াসির শাহর। অনুশীলনে ফুটবল ম্যাচ চলাকালে এই ঘটনা ঘটে।


ম্যাচ চলাকালে বাঁহাতি পেসার রিয়াজ ইয়াসিরকে কড়া ট্যাকল করেন। এতে দারুন খেপে যান ইয়াসির।তিনি পাল্টা রিয়াজের বুকে ধাক্কা মারেন।

দুজনের এই মারমুখি মেজাজ সামলাতে শেষপর্যন্ত হস্তক্ষেপ করতে হয় কোচ মিকি আর্থারকে। দুই ক্রিকেটারকেই তিনি মাঠের বাইরে পাঠিয়ে দেন। বুধবার দলের অনুশীলনে আর যোগ দিতে দেওয়া হয়নি ওই দুজনকে।

এই ঘটনা প্রকাশ্যে আসার পর পাক ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে হতাশা ব্যক্ত করা হয়।বোর্ড টিম ম্যানেজমেন্টের কাছ থেকে পুরো ঘটনায় রিপোর্ট চায়।

পরে অবশ্য দলের এক মুখপাত্র জানান, দুই খেলোয়াড়ের সামান্য বচসা হয়েছে। এটা একেবারেই গুরুতর কিছু নয়। দুজনকেই সঙ্গে সঙ্গে আলাদা করে দেওয়া হয়—এখন দুজনে দুজনের কাছে ক্ষমাও চেয়েছেন।

এরপর একসঙ্গে তোলা একটি ভিডিও পোস্টে ইয়াসির ও রিয়াজ বলেন, আমরা দুজনে খুব ভালো বন্ধু। আমরা একে অপরের বিরুদ্ধে নই।