বিশাখাপত্তনম: অধিনায়ক বিরাট কোহলি এবং চেতেশ্বর পূজারার শতরানের সৌজন্যে বিশাখাপত্তনমে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে প্রাথমিক ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াল ভারত। প্রথম দিনের শেষে কোহলিদের রান ৪ উইকেটে ৩১৭। অধিনায়ক ১৫১ এবং রবিচন্দ্রন অশ্বিন ১ রানে অপরাজিত।

আজ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন কোহলি। তবে শুরুতেই কোনও রান না করে লোকেশ রাহুল এবং দলের ২২ রানের মাথায় মুরলী বিজয় (২০) ফিরে যাওয়ার পর ভারতের অধিনায়কের প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। সেই অবস্থা থেকে দলকে টেনে তোলার দায়িত্ব নেন স্বয়ং অধিনায়ক ও পুজারা। মধ্যাহ্নভোজের বিরতির সময় ভারতের রান ছিল ২ উইকেটে ৯২। পূজারা ৩৭ ও কোহলি ৩৫ রানে অপরাজিত ছিলেন।

প্রাথমিক চাপ কেটে যাওয়ার পর দ্বিতীয় সেশনে সাবলীলভাবে ব্যাটিং করতে থাকেন কোহলি ও পূজারা। এরই মধ্যে খেলায় বিঘ্ন ঘটায় একটি কুকুর। চা পানের বিরতির নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে হঠাৎই ঢুকে পড়ে কুকুরটি। সে মাঠের মধ্যে ছুটতে শুরু করে। পরিস্থিতি দেখে আম্পায়াররা নির্ধারিত সময়ের আগেই চা পানের বিরতি নিয়ে নেন। সেই সময় কোহলি ৯১ এবং পূজারা ৯৭ রানে ব্যাটিং করছিলেন। তৃতীয় সেশনে দু জনেই শতরান পূরণ করেন। পূজারা ১১৯ রান করে আউট হলেও, কোহলি অসাধারণ ব্যাটিং করছেন। দিনের শেষদিকে অজিঙ্ক রাহানে (২৩) আউট হয়ে গেলেও, প্রথম দিনটা ভারতেরই।



ভারতের হয়ে এই টেস্টে অপ্রত্যাশিতভাবে অভিষেক হল অফ স্পিনার জয়ন্ত যাদবের। তিনি লেগ স্পিনার অমিত মিশ্রর বদলে প্রথম একাদশে এসেছেন। অভিজ্ঞ ওপেনার গৌতম গম্ভীরের বদলে যেমন দলে এসেছেন চোট সারিয়ে ফেরা রাহুল।

ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন চোট সারিয়ে দলে ফিরেছেন। ক্রিস উকসের বদলে তিনি প্রথম একাদশে এসেছেন। প্রথম দিনই তিন উইকেট নিয়ে ভারতকে ধাক্কা দিয়েছেন অ্যান্ডারসন। তবে কোহলিকে তিনি টলাতে পারেননি।

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের জেরে রাজকোটে সিরিজের প্রথম টেস্টে গ্যালারি প্রায় শূন্য ছিল। বিশাখাপত্তনমে এই প্রথম টেস্ট ম্যাচ হচ্ছে। মাঠে দর্শক আকর্ষণের জন্য অন্ধ্র প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রথম দিন বিনামূল্যে খেলা দেখার সুযোগ দেওয়ার কথা ঘোষণা করে। অন্ধ্র প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব জি গঙ্গারাজু জানান, ৫,০০০ স্কুলছাত্রকে নিয়ে আসা হবে। দর্শকরা টিকিট ছাড়াই খেলা দেখতে পারবেন। তাঁদের আশা, অন্তত ১০ হাজার দর্শক খেলা দেখতে আসবেন।

আরও পড়ুন, মহিলাদের এশিয়া কাপে ভারত-পাক ম্যাচ!